নিজের দোষ স্বীকার করা সেই ব্যক্তিকে সব ধরনের ফুটবল মাঠে প্রবেশে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
Published : 08 Nov 2023, 08:11 PM
টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড সন হিউং-মিনকে উদ্দেশ্য করে বর্ণবাদী অঙ্গভঙ্গি করার জন্য শাস্তি পেয়েছেন একজন দর্শক। তিন বছরের জন্য সব ধরনের ফুটবল স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে।
এক বিবৃতিতে বুধবার বিষয়টি জানিয়েছে ইংলিশ ক্লাবটি।
গত মে মাসে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে টটেনহ্যামের ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে ঘটনাটি ঘটে। হিউং-মিনের প্রতি বর্ণবাদী আচরণ করা ওই দর্শককে গ্রেপ্তার করা হয় এবং বর্ণবাদী শৃঙ্খলা ভঙ্গের অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়।
অভিযুক্ত দর্শক নিজের দোষ স্বীকার করার পর তাকে জরিমানার পাশাপাশি ৬০ ঘণ্টার জন্য কমিউনিটি পরিষেবার শাস্তি দেওয়া হয়।
তবে এই শাস্তি মেনে নেয়নি টটেনহ্যাম। এরপর মেট্রোপলিটন পুলিশের সাহায্য নিয়ে তারা আরও কঠোর শাস্তির জন্য আপিল করে। তারই প্রেক্ষিতে আদালত দোষী দর্শককে তিন বছরের জন্য মাঠে নিষিদ্ধ ঘোষণা করে।