চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু পাল্টাবে না উয়েফা

নির্ধারিত সূচি অনুযায়ী ইস্তান্বুলেই হবে এবারের ফাইনাল, নিশ্চিত করেছে উয়েফা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 03:18 PM
Updated : 12 May 2023, 03:18 PM

রাজনৈতিক অস্থিরতার কারণে ইস্তান্বুল থেকে সরিয়ে নেওয়া হতে পারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, শোনা যাচ্ছিল এমন গুঞ্জন। তবে তা কেবলই গুজব বলে উড়িয়ে দিল উয়েফা। 

ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাটি জানিয়েছে, ভেন্যু পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই তাদের। 

আগামী রোববার তুরস্কে হবে দেশটির রাষ্ট্রপতি নির্বাচন। এরপর দেশটিতে রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে, এই শঙ্কায় এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ইস্তান্বুলে নাও হতে পারে বলে সংবাদমাধ্যমে খবর আসে। সম্ভাব্য ভেন্যু হিসেবে পর্তুগালের রাজধানী লিসবনের নামও বলা হয়। 

এর প্রেক্ষিতে শুক্রবার বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল উয়েফা।

“উয়েফা ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চায়। ২০২৩ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নির্ধারিত সূচি অনুযায়ী ১০ জুন ইস্তান্বুলেই হবে।”

এবারের ইউরোপ সেরা প্রতিযোগিতায় শেষ চারে লড়ছে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ এবং এসি মিলান-ইন্টার মিলান।

এই দুই সেমি-ফাইনালে জয়ী দল আগামী ১০ জুন ইস্তান্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে নামবে শিরোপার লড়াইয়ে।

২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হওয়ার কথা ছিল ইস্তানবুলে। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে ফাইনাল সহ আসরের নকআউট রাউন্ড আয়োজন করা হয় লিসবনে। এরপর এই মৌসুমের ফাইনাল আয়োজনের দায়িত্ব পায় ইস্তান্বুল।