চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদেরকে ফেভারিট ভাবছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক, ফেভারিট মনে করছেন তিনি লিভারপুলকে।
Published : 21 Jan 2025, 01:22 PM
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ফেভারিট মনে করেন না কোচ হান্সি ফ্লিক। তিনি ফেভারিটের কাতারে রাখছেন লিভারপুলকে। ইংলিশ দলটির খেলা দারুণ উপভোগও করেন বার্সেলোনা কোচ।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বেনফিকার বিপক্ষে লড়বে বার্সেলোনা। লা লিগায় শীর্ষস্থান হারিয়ে এখন তারা নেমে গেছে তিনে। তবে চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে দুইয়ে আছে কাতালান ক্লাবটি। ৬ ম্যাচের সবকটি জিতে শীর্ষে লিভারপুল।
বেনফিকার বিপক্ষে লড়াইয়ের আগে ফ্লিক বললেন, শিরোপা জয়ের চেষ্টা তাদের থাকবে, তবে তার চোখে সম্ভাবনায় আপাতত এগিয়ে লিভারপুল।
“ভবিষ্যতই বলবে, আমরা ফেভারিটদের মধ্যে আছি কী নেই। চ্যাম্পিয়ন্স লিগ জেতা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের।”
“লিভারপুলের দিকে যখন তাকাই, অবিশ্বাস্য শক্তিশালী একটি দলকে দেখি। এই মুহূর্তে গোটা বিশ্বে তারা আমার প্রিয় দলগুলির একটি। আমরাও ভালো করছি। তবে আরও অনেক দলই ভালো করছে। আমাদেরকে লড়তে হচ্ছে তিনটি প্রতিযোগিতায় (লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ. কোপা দেল রে)।”
এখনই শিরোপা নিয়ে না ভেবে ফ্লিক মনোযোগ দিচ্ছেন শুধু বেনফিকার বিপক্ষে লড়াইয়ে। শীর্ষ আটে থেকে প্লে-অফ এড়ানোর চেষ্টায় কোনো ফাঁক রাখতে চান না তিনি।
“বেনফিকা এমন একটি দল, যারা খুব ভালো খেলে। যেভাবে তারা আক্রমণ গড়ে তোলে, তা দেখাটা দারুণ। আনহেল দি মারিয়া আমার প্রিয় ফুটবলারদের একজন। দেখা যাক, আমরা এই ম্যাচে কেমন করতে পারি…।”
“আমাদের লক্ষ্য হলো বেনফিকার বিপক্ষে জেতা। সামনে এগিয়ে যাওয়ার পথে এটি হবে বড় এক পদক্ষেপ এবং আমরা তা করতে চাই। দ্বিতীয় স্থানে থেকে প্রতিটি পয়েন্ট আদায় করা গুরুত্বপূর্ণ। এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত অনেক খেলা বাকি আছে। আমরা যদি শীর্ষ আটে থাকতে পারি, তাহলে প্লে-অফের বাড়তি দুটি ম্যাচ এড়াতে পারি।”