রাজস্ব আয়ের দিক থেকে সবার ওপরে যথারীতি রেয়াল মাদ্রিদ।
Published : 07 Mar 2025, 01:31 PM
ট্রান্সফার ফির দিক থেকে ইউরোপের ইতিহাসের সবচেয়ে দামি স্কোয়াড ছিল ২০২৪ অর্থ বছরে চেলসি। উয়েফার প্রকাশিত একটি প্রতিবেদন থেকে ইংলিশ ক্লাবটির এই মাইলফলকের তথ্য জানা গেছে।
ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটির ‘দা ইউরোপিয়ান ক্লাব ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ অর্থ বছরে চেলসির স্কোয়াডের পেছনে ট্রান্সফার বাজারে সম্মিলিত ব্যয় ছিল ১৬৫ কোটি ৬০ লাখ ইউরো (প্রায় ১৭৯ কোটি মার্কিন ডলার)।
ব্যয়ের খেলায় আগের শীর্ষ দুইয়ে থাকা দুই ক্লাবকে বড় ব্যবধানে পেছনে ফেলে এই রেকর্ড গড়ে চেলসি। ২০২৩ অর্থ বছরের ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াডের পেছনে মোট ব্যয় ছিল ১৪২ কোটি ইউরো। ২০২০ অর্থ বছরের রেয়াল মাদ্রিদের স্কোয়াডের পেছনে মোট খরচ ছিল ১৩৩ কোটি ইউরো।
টড বোয়েলি ও ক্লিয়ারক্লার্ক ক্যাপিটাল ২০২২ সালে পশ্চিম লন্ডনের ক্লাবটি কিনে নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট ৪১ জন ফুটবলারকে দলে নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি ছিল চোখধাঁধানো অঙ্কের। সেই ব্যায়ের জোয়ার অবশ্য সাফল্যের স্রোত বয়ে আনতে পারেনি এখনও। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করে তারা ষষ্ঠ স্থানে থেকে। চলতি মৌসুমে এখন তাদের অবস্থান পঞ্চম।
উয়েফার এই প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সবচেয়ে বেশি রাজস্ব আয় করেছে রেয়াল মাদ্রিদ। স্পেন ও ইউরোপের সফলতম ক্লাবটির আয় ছিল ১০৭ কোটি ৩০ লাখ ইউরো। ৮৫ কোটি ৪০ লাখ ইউরো আয় করে দুইয়ে ম্যানচেস্টার সিটি। পিএসজির আয় ৮০ কোটি ৮০ লাখ ইউরো, ম্যানচেস্টার ইউনাইটেডের ৭৭ কোটি ১০ লাখ ইউরো ও বায়ার্ন মিউনিখের ৭৬ কোটি ৫০ লাখ ইউরো।
আয়ে শীর্ষ ২০ ক্লাবের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ৯টি। ইংলিশ ক্লাবগুলির গড় আয় ছিল ৩৫ কোটি ৭০ লাখ ইউরো। প্রিমিয়ার লিগের সব ক্লাবের সম্মিলিত আয় আনুমানিক ৭১৫ কোটি ইউরো।
স্পেনের লা লিগার ক্লাবগুলোর সম্মিলিত আয় ছিল ৩৭০ কোটি ইউরো, জার্মানির বুন্ডেসলিগার ৩৬০ কোটি, ইতালির সেরি আর ২৯০ কোটি ও ফরাসি লিগের আয় ২৪০ কোটি ইউরো।
আয়ের খেলা শীর্ষ ২০ ক্লাব গত এক দশক ধরেই মোটামুটি ধারাবাহিকতা ধরে রেখেছে। ২০১৪ সালের আয়ে শীর্ষ ২৫-এর মধ্যে ছিল এই ২০ ক্লাব।
সব লিগে শীর্ষ ক্লাবগুলি কাছাকাছি থাকলেও ইংলিশ প্রিমিয়ার লিগের মধ্যমমানের ক্লাবগুলির আয় অন্যান্য লিগের এই মানের ক্লাবগুলির চেয়ে অনেক বেশি। বরাবরই চলে আসা টিভি সম্প্রচার আয়ের বৈষম্যের কারণেই এই পার্থক্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্পেন, জার্মানি, ইতালির লিগে টিভি সম্প্রচার থেকে আয়ের সিংহভাগ অর্থ পায় বড় ক্লাবগুলি। এই জায়গায় ইংল্যান্ডে সব ক্লাবের আয়ে সমতা অনেক বেশি।
মাঠে দর্শক উপস্থিতির আয়ে সব লিগকে ছাড়িয়ে অনেকটা এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ। গেটমানি থেকে আয়ে শীর্ষ আট ক্লাবের মধ্যে চারটিই ইংল্যান্ডের। এই খাতে ১৫ কোটি ৩০ লাখ ইউরো আয় আর্সেনালের, ১২ কেটি ৯০ লাখ ম্যানচেস্টার ইউনাইটেডের, ১২ কেটি ৩০ লাখ টটেনহ্যামের ও ১০ কোটি ৮ লাখ লিভারপুলের।