জার্মান ফুটবল
বুন্ডেসলিগার ১৪ নম্বরে থাকা দলটিকে নিয়ে সতর্ক বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি।
Published : 14 Mar 2025, 07:31 PM
বোহমের বিপক্ষে অপ্রতাশিত হারের পর বুন্ডেসলিগায় ঘুরে দাঁড়াতে মরিয়া বায়ার্ন মিউনিখ। এবার তাদের প্রতিপক্ষ ইউনিয়ন বার্লিন। দলটির বিপক্ষে কাজটা সহজ হবে না বলে মনে করেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। তাই নিজেদের সেরাটা মেলে ধরে জয়ের লক্ষ্য তার।
অবনমন অঞ্চলের দল বোহমের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় বায়ার্ন। সেই ধাক্কা সামলে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বায়ার লেভারকুজেনকে ২-০ গোলে হারিয়ে, দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
শিরোপাধারী লেভারকুজেনের চেয়ে বুন্ডেসলিগায় ৮ পয়েন্টে এগিয়ে আছে বায়ার্ন। শনিবার তারা খেলবে ইউনিয়ন বার্লিনের মাঠে, যারা টানা তিন হারের পর সবশেষ ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়েছে। ১৪ নম্বরে থাকা দলটিকে নিয়ে খুব সতর্ক কোম্পানি।
“কোনো সহজ ম্যাচ নেই, সে কারণেই যখন কোনো ম্যাচ সহজ হয় না, তখন তা অস্বাভাবিক নয়। আমাদের জিততে হবে এবং সেভাবেই আমরা মাঠে নামব।”
“আমাদের প্রতিপক্ষকে অবমূল্যায়ন করি না আমরা, তবে ম্যাচের দিনে আমাদের সেরাটা খেলতে হবে। আমাদের প্রথম লক্ষ্য হলো নিখুঁত পারফরম্যান্স মেলে ধরা এবং তিন পয়েন্ট ঘরে তোলা।”
২৫ ম্যাচে বায়ার্নের পয়েন্ট এখন ৬১। ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লেভারকুজেন।