পেশির চোটে আগামী কয়েক ম্যাচ খেলতে পারবেন না ম্যাসন মাউন্ট।
Published : 30 Aug 2024, 04:19 PM
ম্যানচেস্টার ইউনাইটেডের চোটাক্রান্ত খেলোয়াড়দের তালিকা কেবল দীর্ঘই হচ্ছে। সেখানে এবার নতুন সংযোজন ম্যাসন মাউন্ট। পেশির চোটে পড়া এই মিডফিল্ডারকে আগামী কয়েক ম্যাচে পাবে না ইংলিশ দলটি।
প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি বৃহস্পতিবার মাউন্টের ছিটকে পড়ার কথা জানায়। চোট খুব গুরুতর না হলেও, সেরে উঠতে তাকে কিছুদিন বাইরে থাকতে হবে।
লিগ ম্যাচে আগামী রোববার লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড। আসছে লড়াইয়ে মাউন্ট ছাড়াও ফরোয়ার্ড রাসমুস হয়লুন এবং চার ডিফেন্ডার লুক শ, লেনি ইয়োরো, টাইরেল মালাসিয়া, ভিক্টর লিন্ডেলফকে পাবে না ক্লাবটি। বিভিন্ন চোটে ভুগছেন তারা।
চলতি মৌসুমে ইউনাইটেডের খেলা দুটি লিগ ম্যাচেই শুরুর একাদশে ছিলেন মাউন্ট। কিন্তু গত শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া লড়াইয়ের দ্বিতীয়ার্ধে তাকে আর নামাননি কোচ এরিক টেন হাগ। ওই ম্যাচেই পেশিতে চোট পান ২৫ বছর বয়সী মাউন্ট।
চেলসি থেকে ২০২৩ সালের জুলাইয়ে ইউনাইটেডে যোগ দেন মাউন্ট। কিন্তু একের পর এক চোটে গত মৌসুমেও দলে নিয়মিত হতে পারেননি তিনি। ২০২৩-২৪ আসরে সব প্রতিযোগিতা মিলিয়ে মাঠে নামেন কেবল ২০ ম্যাচে, করেন একটি করে গোল ও অ্যাসিস্ট।