৯০০ গোলের মাইলফলক ছুঁয়ে পর্তুগিজ মহাতারকা বললেন, তার ক্যারিয়ারের অনন্য এক অর্জন এটি।
Published : 06 Sep 2024, 01:02 PM
গোলমুখে দেখা গেল চেনা ক্রিস্তিয়ানো রোনালদোকেই। নিখুঁত ফিনিশিংয়ে গোল করলেন। এরপর উদযাপনে তিনি একটু অচেনা। বল জালে ঢোকার পর দুই হাত প্রসারিত করে ছুটলেন। ডানা মেলে উড়তে চাইলেন যেন। মাঠের এক প্রান্ত গিয়ে দু হাতে মুখ ঢেকে নুইয়ে পড়লেন হাঁটুতে ভর দিয়ে। সবুজ ঘাসে মাথা ছুঁইয়ে রাখলেন কিছুক্ষণ। কনুইয়ে ভর দিয়ে দুহাতে মুখ ঢাকলেন আবার। আবেগ ফুটে উঠছিল তার প্রতিক্রিয়াতেই।
অনেকেরই তখন মনে হতে পারে, রোনালদো কি কাঁদছেন? মুখ তোলার পর দেখা গেল চওড়া হাসি। চোখের কোনায় খানিকটা জল চিকচিক করছিল বটে। তবে সেটি আবেগময় উচ্ছ্বাসেরই প্রতিচ্ছবি। আকাশের দিকে আঙুল উঁচিয়ে মুষ্ঠিবদ্ধ হাত ছুড়লেন বাতাসে।
উপলক্ষ কতটা স্মরণীয়, সেটি ফুটে উঠল তার উদযাপনেই। কিছুদিন ধরেই যেটি নিয়ে চলছিল তুমুল আলোচনা, রোমাঞ্চ, কৌতূহল, যে আশা নিয়ে তিনি শুরু করেছিলেন ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচটি, সেটি পূরণ হলো ম্যাচের ৩৪তম মিনিটে। নুনো মেন্দেসের ক্রস থেকে ট্যাপ-ইন ভলিতে বল জালে জড়ান পর্তুগালের অধিনায়ক। পৌঁছে যান তিনি ৯০০ গোলের ঠিকানায়।
দলের দ্বিতীয় গোল ছিল সেটি। পরে সেটিই হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক। ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে নেশন্স লিগ শুরু করে পর্তুগাল।
ম্যাচের পর রোনালদো বলেন, এই সংখ্যায় তার চোখ ছিল দীর্ঘদিন ধরে। অসংখ্য অর্জনে সমৃদ্ধ ক্যারিয়ারে এই মাইলফলক যে তার কাছে বিশেষ একটি, সেটিও জানিয়ে দিলেন ৩৯ বছর বয়সী তারকা।
“এটা আমার কাছে অনেক কিছু। অনেক দিন ধরেই এই মাইলফলকে দৃষ্টি ছিল আমার। জানতাম, একদিন এখানে পৌঁছতে পারবই। কারণ, খেলা চালিয়ে গেলে স্বাভাবিকভাবেই এটা ধরা দেবে।”
“(মুহূর্তটি) আবেগময় ছিল, কারণ এটি একটি মাইলফলক। অন্য অনেক মাইলফলকের মতোই এটি মনে হতে পারে। তবে কেবল আমি জানি আর আমার আশেপাশের মানুষগুলি জানে, ৯০০ গোল করতে প্রতিটি দিন শারীরিক ও মানসিকভাবে কত পরিশ্রম করতে হয়। আমার ক্যারিয়ারের অনন্য এক অর্জন এটি।”
৯০০ ছোঁয়ার পর থেকে এবার নতুন ‘কাউন্ট ডাউন’ শুরু হবে তার। কয়েক দিন আগে নিজের ইউটিউব চ্যানেলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ডের সঙ্গে সাক্ষাৎকারে রোনালদো বলেন, ১ হাজার গোল করতে চান তিনি।
ম্যাচের পর সামাজিক মাধ্যমে নিজের কিছু গোলের সংকলনের ভিডিও পোস্ট করে তিনি সেই বার্তাও দিয়ে রাখেন ক্যাপশনে, “এমন কিছুর স্বপ্ন দেখেছিলাম এবং আমার আরও অনেক স্বপ্ন আছে। সবাইকে ধন্যবাদ।”