ধারে গোলরক্ষক আনল ম্যানইউ

ক্রিস্টাল প্যালেস থেকে ধারে মৌসুমের বাকি অংশের জন্য যোগ দিয়েছেন গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2023, 01:32 PM
Updated : 6 Jan 2023, 01:32 PM

জানুয়ারির দলবদলে একজন গোলরক্ষককে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের বাকি অংশের জন্য ক্রিস্টাল প্যালেস থেকে ধারে দলটিতে যোগ দিয়েছেন জ্যাক বাটল্যান্ড। 

নিউক্যাসল ইউনাইটেড থেকে ধারে ইউনাইটেডে খেলছিলেন গোলরক্ষক মার্তিন দুবব্রাউকা। তার চুক্তির মেয়াদ আগেভাগেই শেষ হওয়ায় রিজার্ভ গোলরক্ষক হিসেবে বাটল্যান্ডকে দলে টানলেন এরিক টান হাগ।

২০২০ সাল থেকে ক্রিস্টাল প্যালেসে আছেন বাটল্যান্ড। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৮৭টি ম্যাচ খেলেছেন তিনি। চলতি মৌসুমে কোনো ম্যাচ খেলা হয়নি ২০১৮ সালের বিশ্বকাপে ইংল্যান্ড দলে থাকা এই গোলরক্ষকের। 

প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইউনাইটেড।

নিজেদের পরবর্তী ম্যাচে এফএ কাপের তৃতীয় রাউন্ডের শুক্রবার এভারটনের বিপক্ষে খেলবে টেন হাগের দল।