বিশ্বকাপ বাছাই
কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় গোল হজমের পর দলের খেই হারানো মানতে পারছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
Published : 11 Sep 2024, 05:01 PM
পেনাল্টিতে হামেস রদ্রিগেসের গোলের পরও ম্যাচের বাকি ছিল ৩০ মিনিট। ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতা কিংবা অন্তত সমতা ফেরানোর জন্য যথেষ্টই হতে পারত; কিন্তু কিছুই করতে পারেনি আর্জেন্টিনা। বিবর্ণ পারফরম্যান্সে পরাজয়ের পর তাই বিরক্তি প্রকাশ করলেন কোচ লিওনেল স্কালোনি।
প্রতিপক্ষের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। এতে থেমে গেছে তাদের ১২ ম্যাচের অপরাজিত যাত্রা। পাঁচ বছরের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নদের এটা তৃতীয় পরাজয়।
এদিন গোলের জন্য ১৩টি শট করে আর্জেন্টিনা। কিন্তু একটির বেশি লক্ষ্যে রাখতে পারেনি তারা। ম্যাচের ৪৮তম মিনিটে নিকো গনসালেসের সেই শটেই তারা পায় একমাত্র গোলটি।
এর আগে-পরে একটি করে গোল করে জয় নিশ্চিত করে কলম্বিয়া। ২৫তম মিনিটে প্রথম গোল করেন ইয়ের্সন মসকেরা। পরে নিকোলাস ওতামেন্দির করা ফাউলে পাওয়া পেনাল্টিতে ৬০তম মিনিটে দলকে ফের এগিয়ে দেন রদ্রিগেস।
এরপর গোলের ভালো সুযোগ পান লাউতারো মার্তিনেস। কিন্তু প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে শটই করতে পারেননি তিনি। পরে বদলি নেমে বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন পাওলো দিবালা। শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দ্বিতীয় গোল হজমের পর দলের হাল ছেড়ে দেওয়া দেখে বিরক্তি প্রকাশ করেন স্কালোনি।
“কলম্বিয়াকে অভিনন্দন। আমার মতে, সার্বিক পরিস্থিতির বিচারে আমরা ভালো ম্যাচ খেলেছি…আমরা হয়তো জিততেও পারতাম।”
“আমরা হারতে পছন্দ করি না। পেনাল্টির পর আমরা বলতে গেলে খেলিইনি। এটিই আমাকে বিরক্ত করেছে। আমি এমনটাই দেখেছি।”
হারের পেছনের কারণও ব্যাখ্যা করার চেষ্টা করলেন আর্জেন্টিনা কোচ। একইসঙ্গে দিলেন উন্নতির তাগিদ।
“কলম্বিয়ার অসাধারণ সব খেলোয়াড় আছে এবং দারুণ গোছানো একটা দল। তাদের বিপক্ষে এখানে খেলা খুবই কঠিন। আমি মনে করি, আমাদের জয়ের সুযোগ ছিল, কিন্তু আমরা সেটা পারিনি।”
“আমরা সবসময় বলের সঙ্গে এগোনোর চেষ্টা করি এবং প্রতিপক্ষের রক্ষণে কার্যকর হতে চাই। আজকে আমরা তা করতে পারিনি। এই সমস্যাগুলো আমাদের শুধরাতে হবে। আমাদের উন্নতি করতে হবে।”