ইংলিশ ফুটবল
গুয়ার্দিওলা ফুটবলের অনেক ক্ষতি করেছেন বলে মন্তব্য করেছিলেন রেয়াল মাদ্রিদের সাবেক কোচ কাপেলো।
Published : 14 Mar 2025, 10:30 PM
পেপ গুয়ার্দিওলা ইতালিয়ান ফুটবল ধ্বংস করছে বলে ফাবিও কাপেলো অভিযোগ তোলার পর জবাব দিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ। হাসি মুখে কাপেলোকে সতর্ক করিয়ে দিয়ে এই স্প্যানিয়ার্ড বলেছেন, এসবে অভ্যস্ত হয়ে গেছেন তিনি।
রেয়াল মাদ্রিদ, এসি মিলান ও ইংল্যান্ডের সাবেক কোচ কাপেলো সম্প্রতি স্প্যানিশ সংবাদপত্র ‘এল মুন্দো’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গুয়ার্দিওলা ফুটবলের অনেক ক্ষতি করেছেন, বিশেষ করে ইতালিতে, কারণ তার পাসিং ফুটবলের ধরন অনুকরণ করে সেরি আর অনেক দল ‘তাদের নিজস্বতা হারিয়ে ফেলেছে।’
গুয়ার্দিওলার ‘দাম্ভিকতার’ কারণে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি বেশ কয়েকটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হাতছাড়া করেছে বলেও মন্তব্য করেন কাপেলো। তার মতে, বড় বড় ম্যাচে গুয়ার্দিওলা তার কৌশল দিয়ে সবসময় নায়ক হতে চেয়েছেন।
শুক্রবার সংবাদ সম্মেলনে ৭৮ বছর বয়সী কাপেলোর মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে গুয়ার্দিওলা হাসি মুখে বলেন, তিনি বিষয়টি জানেন।
“মানুষ আমার সম্পর্কে যা বলে, আমি তা শুনি। সবকিছু। তাই সাবধান থাকুন। আমি (আপনাকে) দেখছি।”
“ফাবিও কাপেলো এটা প্রথমবার বলেননি। ইতালিয়ান ফুটবল ধ্বংস করার মতো যথেষ্ট ভালো নই আমি। যেভাবে আমি সবকিছু করি, তার চেয়ে ইতালিয়ান ফুটবল অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফাবিওকে আলিঙ্গন।”
প্রিমিয়ার লিগে শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে সিটি। গত চার আসরের চ্যাম্পিয়নদের এবার শিরোপা ধরে রাখার সম্ভাবনা শেষ হয়ে গেছে অনেক আগে। প্লে-অফে রেয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও। এখন ঘরোয়া লিগে সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়াই তাদের মূল লক্ষ্য।
২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সিটি আছে পাঁচে। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে সাতে ব্রাইটন। শীর্ষ চারের লড়াইয়ে তারাও আছে ভালোভাবে।
ব্রাইটনকে শীর্ষ চারের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন কি না, এমন প্রশ্নে আরও কয়েকটি দলের কথা তুলে ধরেন গুয়ার্দিওলা।
“এছাড়াও বোর্নমাউথ, অ্যাস্টন ভিলা, নিউক্যাসল (ইউনাইটেড) এবং সম্ভবত ফুলহ্যামও আছে। তারা দারুণ দল।”