স্প্যানিশ ফুটবল
জিরোনা কোচ মিচেল অবশ্য এখনই তরুণ স্প্যানিশ উইঙ্গারকে মেসির পাশে বসিয়ে দিচ্ছেন না।
Published : 16 Sep 2024, 03:45 PM
ক্লাব থেকে জাতীয় দল, সবখানে অভিষেকের পর থেকে ক্রমেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন লামিনে ইয়ামাল। মাঠে নামলেই পায়ের জাদুতে ছড়াচ্ছেন আলো। সবশেষ জিরোনার বিপক্ষে ম্যাচে চমৎকার পারফরম্যান্সে গড়ে দিয়েছেন ব্যবধান। সামনে থেকে এই টিনএজারের দুর্দান্ত পারফরম্যান্স দেখে মুগ্ধ জিরোনা কোচ মিচেল।
ক্যারিয়ারের শুরুতেই এমন স্মরণীয় পথচলায় রোববার রাতে আরেকবার জ্বলে ওঠেন ইয়ামাল। গত বছর লা লিগায় যে দলের বিপক্ষে দুইবার খেলে বার্সেলোনা হেরেছিল প্রতিবার, সেই জিরোনার বিপক্ষে এবার অসাধারণ সুন্দর ফুটবল মেলে ধরে কাতালান ক্লাবটি। দাপুটে ফুটবলে জয় তুলে নেয় ৪-১ গোলে। তাতে প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে চালকের আসনে বসান ১৭ বছর বয়সী ইয়ামাল।
গত বছর শীর্ষ পর্যায়ের ফুটবলে পা রাখার পর থেকেই দারুণ সব কীর্তি আর রেকর্ডের জন্ম দিয়ে চলেছেন দারুণ প্রতিভাবান এই ফুটবলার। অনেকেই তার মাঝে দেখতে শুরু করেছেন আরেক লিওনেল মেসি হয়ে ওঠার সম্ভাবনা। তরুণ স্প্যানিশ উইঙ্গারের অবশ্য মেসির সঙ্গে তুলনায় আপত্তি বরাবরই।
তবে, থেমে নেই সেই আলোচনা। মিচেল অবশ্য সরাসরি সেই পথে হাঁটেননি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইয়ামালের মাঝে সম্ভাবনা আছে মেসির মতো কিংবদন্তি হয়ে ওঠার।
“লামিনে ব্যবধান গড়ে দেওয়া খেলোয়াড়। আমার কাছে সে এখনই ১৭ বছর বয়সেই বিশ্বের সেরা ফুটবলারদের একজন।”
“মেসির পর তার মতো আরেকজন আসবে, এটা কল্পনা করা কষ্টের। তবে আমি আশা করি, লামিনে এভাবে উন্নতি করে যাবে, কারণ সে এমন খেলোয়াড় যে ওই পর্যায়ে পৌঁছাতে পারে।”
প্রথমার্ধে সাত মিনিটের ব্যবধানে গোল দুটি করে দলকে জয়ের পথে এগিয়ে নেন গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জাদুকরী পারফরম্যান্সে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা ইয়ামাল। পরে দানি ওলমো ও পেদ্রির গোলে অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এবারের লা লিগায় ইয়ামালের গোল হলো তিনটি, সঙ্গে আছে চারটি অ্যাসিস্ট।
শেষ দিকে ফেররান তরেস লাল কার্ড দেখলেও তাই, জয় নিয়ে একদমই ভাবতে হয়নি আসরে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে সবগুলো ম্যাচ জেতা বার্সেলোনাকে।
পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ১১ করে পয়েন্ট নিয়ে পরের তিন স্থানে যথাক্রমে আতলেতিকো মাদ্রিদ, রেয়াল মাদ্রিদ ও ভিয়ারেয়াল।