স্প্যানিশ ফুটবল
লা লিগা প্রধান হাভিয়ের তেবাসের তীর্যক মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 07 Feb 2025, 09:22 PM
রেফারিং নিয়ে রেয়াল মাদ্রিদের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হচ্ছে। মাদ্রিদ ডার্বির মতো হাইভোল্টেজ ম্যাচের আগে ফুটবল বাদ দিয়ে বরং এই বিষয় নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টাও চলছে আতলেতিকো মাদ্রিদ শিবিরে। রেয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য আপাতত সেই চেষ্টায় গেলেন না। তবে, লা লিগা প্রধান হাভিয়ের তেবাসের তীর্যক মন্তব্যের পাল্টা জবাব দিতে পিছপা হলেন না তিনি।
রেফারিং নিয়ে বিতর্কের সুত্রপাত অনেক আগেই। লা লিগায় গত শনিবার এস্পানিওলের বিপক্ষে রেয়ালের ম্যাচের পর সেটা নতুন মাত্রা পায়।
ম্যাচটিতে ১-০ গোলে হারের পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে রেয়াল। সোমবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে (সিএসডি) একটি খোলা চিঠি পাঠায় ইউরোপের সফলতম ক্লাবটি। সেখানে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দুর্নীতির’ অভিযোগ আনে তারা। সেই অভিযোগ উড়িয়ে বুধবার স্পেনের রেফারি সংস্থার প্রধান লুইস মেদিনা কান্তালেহো বলেন, ‘আমরা কেউ দুর্নীতিগ্রস্ত নই।’
বিষয়টি ওখানে শেষ হতে পারতো; কিন্তু বৃহস্পতিবার ওই আগুনে নতুন করে ঘি ঢালেন লা লিগা সভাপতি তেবাস।
লা লিগার ক্লাবগুলো, স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও স্পেনের রেফারি কমিটির প্রতিনিধিদের একটি সভা হয় এদিন। রেয়ালের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল না।
ওই সভায় তেবাস মন্তব্য করেন, রেয়াল নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। উল্টো ক্লাবটির বিরুদ্ধেই অভিযোগ আনেন তিনি।
লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার অভিযানে শনিবার ঘরের মাঠে আতলেতিকোর মুখোমুখি হবে রেয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে তেবাসের ওই মন্তব্য নিয়ে আনচেলত্তির কাছে ক্লাবের অভিমত জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, রেয়াল ‘নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারায়নি।’ তারা কেবল ‘কিছু বিষয়ের উন্নতির চেষ্টা’ করছে।
“এটা এমন একটা বিষয়, এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচের (মাদ্রিদ ডার্বি) আগে আমি যা নিয়ে আলোচনা করতে চাই না। তবে তেবাস শান্ত থাকতে পারেন। এখানে কেউ নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়নি। কিছু বিষয়ের উন্নতির জন্য এবং বর্তমান পদ্ধতির পরিবর্তনের জন্য (এস্পানিওল ম্যাচে) যা ঘটেছে, আমরা কেবল তার ব্যাখ্যা দাবি করেছি।”
এস্পানিওলের বিপক্ষে ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপেকে থামাতে পেছনে থেকে মারাত্মক ট্যাকল করেন এস্পানিওলের ডিফেন্ডার কার্লোস রোমেরো। পড়ে গিয়ে কয়েকটি ডিগবাজি খান রেয়ালের তারকা ফরোয়ার্ড। ভয়াবহ এমন চ্যালেঞ্জের পর রোমেরোকে শুধু হলুদ কার্ড দেখান রেফারি। পরে জয়সূচক গোলটি করেন রোমেরোই। এছাড়া প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়র জালে বল পাঠালেও গোল দেওয়া হয়নি বিল্ডআপের সময় এমবাপে ফাউল করায়।
ওই দুটি ঘটনায় রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মধ্যে কথোপকথনের অডিও রেকর্ডিং প্রকাশ করতে বলেছে রেয়াল।
স্প্যানিশ ফুটবলে অনেক পক্ষ থেকে ঢালাওভাবে অনেক সময় দাবি করা হয় যে, বর্তমান পদ্ধতিতে বাড়তি সুবিধা পেয়ে থাকে রেয়াল। সেই প্রসঙ্গ টেনেও নিজেদের অবস্থান তুলে ধরেন আনচেলত্তি।
“আমি শুনতে পাই, (রেফারিং নিয়ে) কেউ খুশি নয়। মানুষ মনে করে, এই পদ্ধতিতে রেয়াল মাদ্রিদ বাড়তি সুবিধা পায়, কিন্তু রেয়াল মাদ্রিদই যখন এটাকে পরিবর্তন করতে চাচ্ছে, তখন আবার সবাই এর বিপক্ষে চলে গেছে। এতে আমি কিছুটা অবাক হয়েছি…আমরা এখনও অডিওটা (রেকর্ডিং) পাইনি। জানি না, তারা কেন আমাদের সেটা দিতে চাচ্ছেন না।”
এদিকে, বিষয়টি নিয়ে আসছে ম্যাচের আগে প্রতিপক্ষকে তীব্র সমালোচনা করেন আতলেতিকোর দুই খেলোয়াড়।
বৃহস্পতিবার ইএসপিএন-এর সঙ্গে আলাপে গোলরক্ষক ইয়ান ওবলাক বলেন, রেফারিদের নিজেদের মতো কাজ করতে দেওয়াটাই সবার জন্য মঙ্গলজনক। সতীর্থের সঙ্গে সুর মেলান আতলেতিকোর ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেসও।
“খেলোয়াড় হিসেবে আমরা নিজেদের কাজের দিকে মনোযোগ দেই। আমি আশা করব, যা ঘটেছে তা কেবল একটি বিবৃতির বাইরে যাবে না এবং কেউ যেন প্রভাবিত বা চাপ অনুভব না করে।”
আতলেতিকো সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে আবহটাকে আরও উত্তপ্ত করেছে। সেখানে তারা অভিযোগ করেছে, রেয়াল নিজেদের টিভি চ্যানেলে ম্যাচ অফিসিয়ালদের নানা ভুলের হাইলাইটস প্রচার করে রেফারিদের ওপর ‘চাপ দেওয়ার চেষ্টা করছে।’
এখন দেখার বিষয়, মাঠের বাইরের এসব বিতর্ক মাঠের লড়াইয়ে কেমন প্রভাব ফেলে। ২২ রাউন্ডে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেয়াল। ১৪ জয় ও ৬ ড্রয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আতলেতিকো।
সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় শনিবার রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। গত সেপ্টেম্বরে আতলেতিকোর মাঠে প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।