লা লিগা
লা লিগায় টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল কার্লো আনচেলত্তির দল।
Published : 15 Feb 2025, 11:17 PM
জুড বেলিংহ্যামের লাল কার্ডের পর খেই হারাল রেয়াল মাদ্রিদ। ১০ জনের দল নিয়ে ততটা আক্রমণাত্মক ফুটবল খেলতে পারল না ইউরোপের সফলতম দলটি। একজন বাড়তি থাকার সুবিধা কাজে লাগিয়ে তাদের বেশ চাপে ফেলে দিল ওসাসুনা। পরে পেয়ে গেল পেনাল্টি। সেটা থেকেই গোল করে দলকে এক পয়েন্ট এনে দিলেন আন্তে বুদেমির।
লা লিগার ম্যাচে শনিবার ওসাসুনার মাঠে ১-১ ড্র করেছে রেয়াল। শুরুতে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে গিয়েছিল তারা।
স্পেনের শীর্ষ লিগে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল কার্লো আনচেলত্তির দল। এস্পানিওলের বিপক্ষে হারের পর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্র করে তারা।
প্রায় ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নেয় রেয়াল, এর পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ওসাসুনার ১১ শটের চারটি ছিল লক্ষ্যে।
তৃতীয় মিনিটে এগিয়ে যেতে পারত রেয়াল। এমবাপের ক্রসে দূরের পোস্টে হেড লক্ষ্যে রাখতে পারেননি ভিনিসিউস জুনিয়র। সাত মিনিট পর এমবাপের শট দারুণ রিফ্লেক্সে ঠেকিয়ে দেন ওসাসুনা গোলরক্ষক।
পঞ্চদশ মিনিটে স্প্যানিশ চ্যাম্পিয়নদের এগিয়ে নেন এমবাপে। এই গোলে অবদান কম নয় ফেদে ভালভের্দের। মূল চার ডিফেন্ডারের অনুপস্থিতিতে রাইট-ব্যাক হিসেবে খেলা উরুগুয়ে মিডফিল্ডারের দারুণ ক্রসে স্লাইড করে জাল খুঁজে নেন এমবাপে।
রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে ২১তম মিনিটে হলুদ কার্ড দেখেন রেয়াল কোচ আনচেলত্তি। একটু আগে পেনাল্টির জোরাল দাবিতে রেফারি সাড়া না দেওয়ায় ক্ষোভ জানাচ্ছিলেন তিনি।
২৮তম মিনিটে থিবো কোর্তোয়ার দুর্দান্ত রিফ্লেক্সে ব্যবধান ধরে রাখে রেয়াল। ডি-বক্সের ভেতর থেকে আইমার ওরোসের গতিময় শট ঝাঁপিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বেলজিয়ান গোলরক্ষক।
চার মিনিট পর স্কোরলাইন ২-০ করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন ভিনিসিউস। এমবাপের চমৎকার ক্রসে বিপজ্জনক জায়গা থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শট নেন গোলরক্ষক বরাবর!
৩৩তম মিনিটে হুয়ান ক্রুসের শটও ব্যর্থ করে দেন কোর্তোয়া। এর ছয় মিনিট পর বড় ধাক্কাটা খায় রেয়াল। ওসাসুনার কর্নারের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
রিপ্লেতে কোনো ফাউল করতে দেখা যায়নি তাকে। রেফারিকে কিছু একটা বলতে দেখা যায় তাকে। আপত্তিকর কোনো মন্তব্যের জন্য কার্ড দেখতে পারেন তিনি।
আক্রমণ ও পাল্টা আক্রমণে দ্বিতীয়ার্ধের শুরু থেকে জমে ওঠে ম্যাচ। ৫৮তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান বুদেমির।
খুব কাছ থেকে জন মনকায়োলার শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। ফিরতি বলে বুদেমিরের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। তিনি শট করার পরপরই ফাউল করে বসেন এদুয়ার্দো কামাভিঙ্গা। ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি হোসে মুনুয়েরা। শ্লেষের হাসি দিয়ে এ সময় হাততালি দিতে দেখা যায় আনচেলত্তিকে।
৭৩তম মিনিটে ফের রেয়ালকে এগিয়ে নেওয়ার সুযোগ পান এমবাপে। কিন্তু গোলরক্ষককে একা পেলেও শট নিতে অনেক দেরি করে ফেলেন ফরাসি ফরোয়ার্ড। পেছন থেকে এসে বল কেড়ে নিয়ে দলকে বিপদমুক্ত করেন এক ওসাসুনা ডিফেন্ডার।
দুই মিনিট পর পায়ের কারিকুরিতে সুযোগ তৈরি করেন ভিনিসিউস। কিন্তু কাউকে বল না বাড়িয়ে নিজেই চেষ্টা করতে গিয়ে দলকে হতাশ করেন তিনি।
৮২তম মিনিটে দূরের পোস্টে ভিনিসিউসের ক্রস পেয়েও ভলি লক্ষ্যে রাখতে পারেননি লুকা মদ্রিচ।
যোগ করা সময়ের প্রথম মিনিটে দুই দলই হাতছাড়া করে দারুণ সুযোগ। রুবেন গার্সিয়ার কর্নারে রাউল গার্সিয়ার হেড ফিরিয়ে দেন কোর্তোয়া। পাল্টা আক্রমণে সুযোগ পান এমবাপে। তার জোরাল শট এক হাতে ব্যর্থ করে দেন ওসাসুনা গোলরক্ষক।
চলতি সপ্তাহেই তিনে নেমে যাওয়ার শঙ্কা নিয়ে মাঠ ছাড়ে রেয়াল।
২৪ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেই আছে রেয়াল। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। দুটি দলের সামনেই সুযোগ আছে শিরোপাধারীদের পেছনে ফেলার।
৩৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে সাতে উঠে এসেছে ওসাসুনা।