ইংলিশ ফুটবল
টানা বাজে পারফরম্যান্সে লিগ টেবিলে কেবলই নিচে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড।
Published : 20 Jan 2025, 03:13 PM
একটু আশার আলো দেখা দিতেই আবার ঘোর অন্ধকার। ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থাটা ঠিক এমনই। ভাগ্য বদলাচ্ছে না তাদের কিছুতেই। দীর্ঘ দিন ধরেই অধারাবাহিক পারফরম্যান্সের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দলটি। চলতি মৌসুমে লিগে আরেকটি হারের পর কোচ হুবেন আমুরির সরল স্বীকারোক্তি, ১৪৭ বছরের ক্লাব ইতিহাসে সবচেয়ে বাজে দল মনে হয় তার এই দলই।
সব প্রতিযোগিতা মিলিয়ে গত সপ্তাহে টানা দুই ম্যাচ জিতে ছন্দে ফেরার আভাস দিলেও, ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৩-১ গোলে হেরে লিগ টেবিলে ১৩ নম্বরে নেমে গেছে ইউনাইটেড। নিজেদের সবচেয়ে বাজে অবস্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার দিকেই যেন এগিয়ে যাচ্ছে তারা।
১৯৮৯-৯০ মৌসুমের পর এই প্রথম এক মৌসুমে লিগে প্রথম ২২ ম্যাচের ১০টিতে হারল তারা। আর ১৮৯৩-৯৪ মৌসুমের পর প্রথমবার লিগে ঘরের মাঠে প্রথম ১২ ম্যাচের ৬টিতে পরাজয় বরণ করল দলটি।
দলের টানা ব্যর্থতার দায়ে গত অক্টোবরে এরিক টেন হাগকে ছাঁটাই করার পর ইউনাইটেডের দায়িত্ব দেওয়া হয় আমুরিকে। স্পোর্তিং লিসবনে দুর্দান্ত সময় কাটানো এই পর্তুগিজ কোচের হাত ধরেও হতাশার তিমিরে নিমজ্জিত দলটি।
আমুরি দায়িত্ব নেওয়ার পর লিগে ১১ ম্যাচে সম্ভাব্য ৩৩ পয়েন্টের মধ্যে মাত্র ১১ পয়েন্ট আদায় করে নিতে পেরেছে ইউনাইটেড।
ব্রাইটনের বিপক্ষে হারের পর স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপে অকপটে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেন আমুরি।
“ম্যানচেস্টার ইউনাইটেডের একজন ভক্তের জন্য এটি কেমন হতে পারে, কল্পনা করুন। আমার জন্য কেমন, কল্পনা করুন। নতুন কোচ এসে আগের কোচের চেয়ে বেশি হারছে। বিষয়টা আমি পুরোপুরি বুঝতে পারছি।”
“আমরা হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে বাজে দল। আমি জানি, আপনারা (গণমাধ্যম) শিরোনাম চান। কিন্তু আমি এটা বলছি, কারণ আমাদের নিজেদের অবস্থান বুঝে স্বীকার করে নিতে হবে এবং এটা পরিবর্তন করতে হবে।”
২০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ইউনাইটেড অবনমন অঞ্চলের দিকেই যেন ধাবিত হচ্ছে। ২২ ম্যাচে তাদের ২৬ পয়েন্ট। প্রিমিয়ার লিগ যুগে সবচেয়ে বাজে অষ্টম স্থানে থেকে মৌসুম করেছিল তারা গতবার।
ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে সবশেষ তাদের অবনমন হয়েছিল ১৯৭৪ সালে।