ইংলিশ ফুটবল
এই ব্রাজিলিয়ান গোলরক্ষককে সৌদি প্রো লিগের ক্লাব পেতে আগ্রহী বলে গণমাধ্যমের খবর।
Published : 24 Jul 2024, 02:31 PM
নতুন মৌসুম শুরুর আগে দলের মূল গোলরক্ষক এদেরসনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা বললেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। আগামী মৌসুমে এই ব্রাজিলিয়ান গোলরক্ষক সিটিতে থাকবেন কি-না, নিশ্চিত নন তিনি।
গণমাধ্যমের খবর, সৌদি প্রো লিগের ক্লাব এদেরসনকে পেতে আগ্রহী। অবশ্য সৌদি আরবের কোনো ক্লাবের নাম জানানো হয়নি বিবিসির প্রতিবেদনে।
চ্যাম্পিয়ন্স লিগে গত আসরের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে এদেরসনকে বসিয়ে ব্যাক-আপ গোলরক্ষক স্টেফান ওর্টেগাকে খেলান গুয়ার্দিওলা। মূলত সেই থেকেই সিটিতে এদেরসনের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের শুরু।
তবে গত মৌসুম শেষে গুয়ার্দিওলা জোর দিয়ে বলেন, এখনও তিনি ৩০ বছর বয়সী এদেরসনকেই দলের মূল গোলরক্ষক হিসেবে দেখেন।
এবারের প্রাক মৌসুম পর্বে মঙ্গলবার প্রথম মাঠে নেমেই হারের স্বাদ পায় সিটি। সেল্টিকের বিপক্ষে ৪-৩ গোলে হারের ওই প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন এদেরসন।
নর্থ ক্যারোলিনায় ম্যাচ শেষে গুয়ার্দিওলা বলেন, “আমি চাই, সে সিটিতেই থাকুক, তবে এটা অন্যান্য ক্লাবের ওপর নির্ভর করছে।”
“এ বিষয়ে এখনকার পরিস্থিতি আমি জানি না। গত কয়েক দিনে আমাদের কোনো যোগাযোগ হয়নি। (তাকে ঘিরে) এখন বিষয় হলো অনুশীলন চালিয়ে যাওয়ার, ট্রান্সফার উইন্ডো শেষ হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকার, এরপর দেখা যাক কী হয়।”
এদেরসনের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও, মিডফিল্ডার ক্যালভিন ফিলিপ্সের সিটি ছেড়ে যাওয়া ‘প্রায় নিশ্চিত।’ বিবিসির এই প্রতিবেদনেই বলা হয়েছে, আগামী ৩০ অগাস্ট দলবদলের বাজার শেষের আগেই তিনি হয়তো ধারে অন্য কোথাও পাড়ি দিবেন।
গত মৌসুমের দ্বিতীয় ভাগও তিনি ধারে অন্যত্র খেলেছিলেন, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে।