স্প্যানিশ ফুটবল
রেয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যামের আচরণকে ‘অসম্মানজনক’ বলে মন্তব্য করেছেন বার্সেলোনা কোচ।
Published : 16 Feb 2025, 09:53 PM
রেয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যামের লাল কার্ডের ঘটনার পর নিজেদের খেলোয়াড়দের রেফারির সঙ্গে তর্কে না জড়ানোর পরামর্শ দিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। যেকোনো সিদ্ধান্ত নিয়ে অধিনায়ক ছাড়া অন্যদের রেফারির সঙ্গে কথা বলে শক্তি ও সময় অপচয় করার কোনো মানে দেখেন না তিনি।
লা লিগায় ওসাসুনার বিপক্ষে শনিবার ১-১ ড্র ম্যাচের প্রথমার্ধে ‘গালি দেওয়ায়’ বেলিংহ্যামকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচ শেষে ইংলিশ মিডফিল্ডার যদিও দাবি করেন, রেফারিকে উদ্দেশ্য করে অপমানজনক কিছু তিনি বলেননি। বরং নিজের প্রতি হতাশা থেকে অমনটা করেন তিনি।
লিগে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে রোববারের সংবাদ সম্মেলনে বেলিংহ্যামের আচরণকে ‘অসম্মানজনক’ বলে মন্তব্য করেন ফ্লিক।
“যখন কেউ এসব শব্দ বলে, আমার মতে, তা ভালো কিছু নয়। অসম্মানজনক। তবে এই পরিস্থিতি নিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি এবং সবসময় আমার খেলোয়াড়দের এটাই বলি, কেন তোমরা এই সিদ্ধান্তগুলো নিয়ে রেফারির সঙ্গে কথা বলে বা আলোচনা করে সময় বা শক্তি নষ্ট করো?”
“মাঠে আমাদের একজন ব্যক্তি আছে, যার রেফারির সঙ্গে আলোচনা করার অনুমতি আছে, আর সে হলো অধিনায়ক। আমাদের এটা মেনে নিতে হবে। এমন আচরণ আমি পছন্দ করি না এবং আজ আমার খেলোয়াড়দের কাছে তা বলেছি, কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যখন কেউ এমন কিছু করে এবং লাল কার্ড দেখে, তখন দলের জন্য তা ভালো নয়। এটা একটা দুর্বলতা এবং আমরা পছন্দ করি না”
একই দিনে লিগ টেবিলের শীর্ষ দুই দল রেয়াল ও আতলেতিকো মাদ্রিদ পয়েন্ট হারানোয় বার্সেলোনা সামনে সুযোগ এসেছে চূড়ায় ওঠার। এই বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে অপরাজিত আছে কাতালান দলটি। ভাইয়েকানো অবশ্য সবশেষ ৯টি লিগ ম্যাচে হারেনি।
২৪ ম্যাচে রেয়ালের পয়েন্ট ৫১, আতলেতিকোর ৫০। এক ম্যাচ কম খেলে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ভাইয়েকানোকে হারাতে পারলে রেয়ালের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে উঠবে ফ্লিকের দল।