কোপা আমেরিকা
কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি ভুগছে বিশ্বকাপ বাছাইয়েও।
Published : 30 Jun 2024, 12:58 PM
কানাডার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বিদায়ে যেন বিধ্বস্ত চিলি। তবে সহকারী কোচ সের্হিও সান্তিন প্রত্যয় জানিয়েছেন, এই শিক্ষা বিশ্বকাপ বাছাইয়ে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াবেন তারা।
২০১৫ ও ২০১৬ আসরের চ্যাম্পিয়নদের প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজন ছিল জয়। দারুণ চেষ্টা করলেও লক্ষ্য পূরণ করতে পারেনি তারা। তাতে ২০০৪ সালের পর প্রথমবার কোয়ার্টার-ফাইনালের আগে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি।
২০২৬ বিশ্বকাপের বাছাইয়েও ভোগান্তির মধ্যে থাকা চিলি এখনও নির্ভরশীল গোলরক্ষক ক্লাওদিয়ো ব্রাভো, স্ট্রাইকার আলেক্সিস সানচেসের মতো অভিজ্ঞদের উপর। ১০ দলের বাছাইয়ে আট নম্বরে আছে দলটি, ছয় ম্যাচে গোল করতে পেরেছে মোটে তিনটি।
কোপা আমেরিকাতেও ফিনিশিং ব্যর্থতায় ভুগেছে চিলি। তিন ম্যাচের একটিতেও জালের দেখা পায়নি তারা! নিষেধাজ্ঞা পাওয়া কোচ রিকার্দো গারেকার জায়গায় কানাডার বিপক্ষে ডাগ আউটে থাকা সান্তিন বলেছেন, ‘এ’ গ্রুপের তিনটি ম্যাচ বিশ্লষণ করে তারা সমাধান বের করার চেষ্টা করবেন।
“কিছু কিছু ইতিবাচক ব্যাপার আজকের খেলায় দেখা গেছে। এই জাতীয় দলের ভবিষ্যতের জন্য ব্যাপারগুলো অপরিহার্য। আমরা ফলের দিক থেকে পিছিয়ে আছি। আমরা কেবল ইতিবাচক ব্যাপারগুলো নেব না, পরিস্থিতি মূল্যায়ন করব। আর শুরু থেকেই আমরা বলে আসছি, আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ বাছাই।”
“এখানেও আমরা ভালো খেলতে চেয়েছিলাম। আমরা ফাইনালে যেতে চেয়েছিলাম। অবশ্যই এখন আমরা বিমর্ষ, এই পরিস্থিতিতে ব্যথিত। তবে আমরা এই ব্যাপারে সজাগ যে, আজ যে ইতিবাচক ব্যাপারগুলো দেখেছি, আমরা ভবিষ্যতের ফল বিনির্মাণ করতে পারব।”
বাংলাদেশ সময় রোববার ম্যাচে ২৭তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় চিলি। দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গাব্রিয়েল সুয়াসো।
ম্যাচ শেষে চিলির খেলোয়াড়রা রেফারির কড়া সমালোচনা করেন। তবে সে পথে হাঁটেননি সান্তিন।
“দল চেষ্টা করে গেছে, জয়ের জন্য খেলেছে। আমাদের জয় প্রয়োজন ছিল আর দল সেই চেষ্টাই করেছে।”
“শুরু থেকে শেষ পর্যন্ত কানাডা ছিল রক্ষণাত্মক। অবশ্যই তারা এমন ফলের জন্য খেলছিল যেটা তাদের জন্য ভালো। তারা সেই ফলের জন্য লড়াই করেছে। আমাদের একজন কম ছিল, এর অর্থ আক্রমণে আমাদের একজন কম ছিল। ম্যাচ পরিচালনার কথা বললে, যা ঘটেছে এর জন্য আমরা সমালোচনা করতে পারি না।”