বিশ্বকাপ বাছাই
ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিচ্ছে ব্রাজিল, বললেন কোচ দরিভাল জুনিয়র।
Published : 11 Oct 2024, 05:52 PM
শুরুতেই গোল হজম করে পিছিয়ে যাওয়া। এরপর দুই অর্ধের শেষ দিকে দুটি গোল করে ম্যাচ জিতে নেওয়া। ঘুরে দাঁড়ানোর চমৎকার গল্প লিখে চিলিকে হারাল ব্রাজিল। দারুণ জয়ের পর দলের উন্নতিতে স্বস্তির কথা বললেন কোচ দরিভাল জুনিয়র।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলিকে ২-১ গোলে হারায় ব্রাজিল। ৯ ম্যাচে এটি তাদের চতুর্থ জয়৷ এর আগে তারা পাঁচ ম্যাচের মধ্যে হেরেছিল চারটিতে।
ঘুরে দাঁড়ানোর অভিযানে চিলির বিপক্ষেও ব্রাজিলের শুরুটা ছিল শঙ্কাময়। দ্বিতীয় মিনিটে গোল হজম করে বসে তারা৷ এরপর দলে এসেই শুরুর একাদশে জায়গা পাওয়া ইগো জেসুস করেন সমতাসূচক গোল। আর একদম শেষ দিকে জয় নিশ্চিত করেন লুইস এইহিক।
ম্যাচে ৭২ শতাংশ সময় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ন্ত্রণে ছিল বল। গোলের জন্য মোট ১৪টি শট করে তারা। এর চারটি ছিল লক্ষ্যে।
এমন পারফরম্যান্সে খুশি দরিভাল। ম্যাচ শেষে ধীরে ধীরে এগোতে থাকার কথা বলেন ব্রাজিল কোচ।
“দলের পরিপক্বতা দেখে আমি খুশি। ভারসাম্য, স্থিতিশীলতা রেখে তরুণ দল গতি বাড়ানোর চেষ্টা করছে, দুই পাশ দিয়ে বল নিয়ে এগোচ্ছে। এই ম্যাচে বেশ কিছু জিনিস দেখেছি, যা কাজ করেছে। এটি পরিষ্কার যে আমরা ধাপে ধাপে ও ধীরে ধীরে সেরা পথ বেছে নেওয়ার চেষ্টা করছি।”
দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই সময় চেয়ে আসছেন ব্রাজিল কোচ। সম্প্রতি তিনি বলেছেন, ২০২৬ বিশ্বকাপে দারুণ কিছু করবে সেলেসাওরা।
চিলিকে হারানোর পর আরও একবার সেই কথাই যেন মনে করিয়ে দিলেন দরিভাল।
“(পারফরম্যান্সের) ওঠা-নামা হয় এবং এটা চলতে থাকবে। তবে আমি আবারও বলছি, দুই বছরের মধ্যে শক্তিশালী দল নিয়ে হাজির হব। আগে যা কিছু বলা হয়েছে, এখন তার বাস্তবায়ন হচ্ছে। ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের শেষ ম্যাচের দলে থাকা মাত্র চার জন ছিল আজকের ম্যাচে। এটি একটি প্রক্রিয়া।"
“বিষয়টা মূলত, আমি আগেও যেমন বলেছিলাম, আমাদের খেলার ধরনে পরিবর্তন আসছে। আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাব। তবে আমরা নিজেদের পথ খুঁজে নিচ্ছি।”
এবারের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের পরের প্রতিপক্ষ পেরু। ঘরের মাঠে আগামী বুধবার খেলতে নামবে তারা। দর্শকদের ওই ম্যাচেও ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ।
“আমি কিছুটা ধৈর্য আশা করছি। আমরা দুর্দান্ত কোনো ম্যাচ খেলিনি। তবে আমরা এগোচ্ছি। পা মাটিতে রেখে সেরা হওয়ার জন্য আমাদের কাজ চলতে থাকবে। আর ধীরে ধীরে আমাদের কাজ, নিবেদন ও নম্রতায় দর্শকরাও আসবে।”