প্রিমিয়ার লিগে প্রথম ধাপে আর্সেনাল অধ্যায়ের শেষটা তার সুখকর ছিল না।
Published : 02 Sep 2022, 05:16 PM
যে স্বপ্ন নিয়ে নোঙর ফেলেছিলেন বার্সেলোনায়, তা পূরণ হয়নি। প্রিমিয়ার লিগে পুরনো কিছু হিসাব-নিকাশ মেটানোরও বাকি। তাই স্পেন ছেড়ে ইংল্যান্ডেই ফিরলেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। ঠিকানা অবশ্য বদলেছে; আর্সেনাল নয়, তাদের প্রতিদ্বন্দ্বী চেলসিতে যোগ দিয়েছেন গ্যাবনের এই স্ট্রাইকার।
দলবদলের শেষ দিনে দুই বছরের চুক্তিতে অবামেয়াংকে দলে টেনেছে চেলসি। ঠিকানা নতুন হলেও ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড চেনা কোচকেই পাচ্ছেন। চেলসির বর্তমান কোচ টমাস টুখেলের ছায়ায় বরুশিয়া ডর্টমুন্ডে খেলেছিলেন তিনি।
অবামেয়াংকে ছাড়তে ১ কোটি ২০ লাখ ইউরোয় চেলসির সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে বার্সেলোনা। এবারের দলবদলে বায়ার্ন মিউনিখ থেকে রবের্ত লেভানদোভস্কি এবং আরও কয়েকজন খেলোয়াড়কে দলে টানার পর লা লিগার ফিন্যান্সিয়াল নিয়মের কারণে খেলোয়াড় বিক্রির প্রয়োজন ছিল বার্সেলোনার।
ফের প্রিমিয়ার লিগে ফিরতে পেরে খুশি অবামেয়াংও। আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর দলটির হয়ে ২৪ ম্যাচ খেলে তিনি গোল করেন ১৩টি।
“আমি আসলেই খুশি। এই দলটার অংশ হতে পারাটা সম্মানের এবং খেলা শুরুর জন্য আমার তর সইছে না। প্রিমিয়ার লিগে আমার কিছু হিসাব মেটানোর বাকি আছে; তো ফিরতে পেরে ভালো লাগছে।”
প্রিমিয়ার লিগ শিরোপার স্বাদ না পেলেও ক্লাব ক্যারিয়ারের সেরা সময় অবামেয়াং আর্সেনালে কাটিয়েছেন। ‘গানার’ খ্যাত দলটির হয়ে চার বছর খেলে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেন ৯২টি।
২০১৮-১৯ মৌসুমের লিগে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন অবামেয়াং। পরের মৌসুমে আর্সেনালের এফএ কাপ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান।
তারপরও আর্সেনালে শেষ দিকের সময়টা ভালো কাটেনি অবামেয়াংয়ের। মিকেল আর্তেতা দায়িত্ব নেওয়ার পর শৃঙ্খলাজনিত ইস্যু নিয়ে তাদের সম্পর্কের অবনতি হয়েছিল। যার ফলে অধিনায়কত্ব হারাতে হয় অবামেয়াংকে এবং শেষ পর্যন্ত গত ফেব্রুয়ারির শুরুতে আর্সেনাল ছেড়ে পাড়ি জমাতে হয় বার্সেলোনায়।
রোমেলু লুকাকু ইন্টার মিলানে এবং টিমো ভেরনার লাইপজিগে চলে যাওয়ায় চেলসির আক্রমণভাগে স্ট্রাইকারের ঘাটতি তৈরি হয়। অবামেয়াং যোগ দেওয়ায় সে কমতি কিছুটা ঘোচাল চেলসি।