ফরাসি ফরোয়ার্ড দ্রুত মাঠে ফিরবেন, আশাবাদী মাওরিসিও পচেত্তিনো।
Published : 03 Aug 2023, 07:10 PM
যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে কয়েকদিন আগেই হয়েছে কনসার্ট৷ চেলসি ও বরুশিয়া ডর্টমুন্ডের প্রীতি ম্যাচের জন্য তাই পুরোপুরি প্রস্তুত ছিল না এই মাঠ। সেখানেই আবার চোট পেয়েছেন চেলসি ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকু। দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো অবশ্য এতে মাঠের কোনো দায় দেখছেন না।
গত ২৯ জুলাই সোলজার ফিল্ড স্টেডিয়ামে জনপ্রিয় সংগীতশিল্পী এড শিরানের কনসার্ট হয়। একই মাঠে বুধবার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ডর্টমুন্ডের বিপক্ষে খেলে চেলসি। শুরুর একাদশে থাকা এনকুনকু নবম মিনিটে হাঁটুতে চোট পান। এরপর অস্বস্তি নিয়ে খেলা চালিয়ে যাওয়ার পর বিরতির আগে তাকে তুলে নেন পচেত্তিনো।
চলতি গ্রীষ্মের দলবদলে লাইপজিগ থেকে ছয় বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন এনকুনকু। পচেত্তিনোর আশা, এই ফরাসির চোট খুব গুরুতর হবে না এবং শিগগিরই তিনি মাঠে ফিরবেন।
“চিকিৎসকরা তাকে পরীক্ষা করছেন এবং আমি আশা করি, সমস্যাটা খুব বড় নয়। সে এমন একটি জায়গায় পড়ে গিয়েছিল যা সম্ভবত পেনাল্টি ছিল এবং সে হাঁটুতে কিছু একটা অনুভব করেছে। তবে আমরা আশা করি এটি বড় কিছু নয়।”
“আমরা আশা করি সে দ্রুত দলে ফিরতে পারবে। তার অবস্থা মূল্যায়ন করতে আমাদের কয়েকদিন সময় লাগবে। তবে চোটের জন্য আমরা মাঠকে দায় দেব না। আমার মতে এটা ছিল দুর্ভাগ্যজনক।”
সোলজার ফিল্ড স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৬১ হাজার ৫০০ হলেও কনসার্টের দিন দর্শক উপস্থিতি ছিল রেকর্ড ৭৩ হাজার। মঞ্চের চারপাশে মাঠের মধ্যেও ছিল দর্শক।