চ্যাম্পিয়ন্স লিগ
সেই সঙ্গে দলের বেড়ে চলা চোট সমস্যা আরও ভাবিয়ে তুলেছে এই দলের কোচকে।
Published : 12 Dec 2024, 04:26 PM
একেবারে শেষ মিনিট পর্যন্ত লড়াই করে এবং একগাদা চোট সমস্যা সামলে লড়াকু মানসিকতায় নিজেদের মেলে ধরার পরও, বার্সেলোনার বিপক্ষে দল হেরে যাওয়ায় ভীষণ হতাশ বরুশিয়া ডর্টমুন্ড কোচ নুরি শাহিন। দুই দফায় পেছন থেকে ঘুরে দাঁড়ানোর পরও পরাজয় সঙ্গী হওয়ায় যেন মানতেই পারছেন না তিনি।
বুন্ডেসলিগায় সময়টা ভালো কাটছে না ডর্টমুন্ডের। তবে, চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পাঁচ রাউন্ডে তাদের যাত্রাটা বেশ সুখকরই ছিল। বুধবার রাতে ঘরের মাঠেও বেশ ভালো ফুটবল খেলে তারা।
ইউরোপ সেরার মঞ্চে আগের চার রাউন্ডেই জয়ী কাতালান ক্লাবটির বিপক্ষে আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। গোলশূন্য প্রথমার্ধের পর, ৫২তম মিনিটে রাফিনিয়া বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর পেনাল্টি থেকে সমতা ফেরান গুরাসি। বদলি নামার চার মিনিটের মাথায় সফরকারীদের ফের লিড এনে দেন ফেররান তরেস। নিজের দ্বিতীয় গোলে আরেকবার স্কোরলাইন সমান করেন গুরাসি।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন ফেররান। একেবারে শেষ মুহূর্তে ফের সমতা ফিরিয়ে অন্তত একটি পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ পেলেও কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি নিকো শ্লটারবেক।
এভাবে হারতে হওয়াটাই বেশি পীড়া দিচ্ছে ডর্টমুন্ড কোচকে। সুযোগ হাতছাড়া করায় নিজেদের ওপর রাগও হচ্ছে তার।
“আমি ক্ষোভে ফুঁসছি কারণ আমরা ভালো খেলেছি। এই ম্যাচগুলো আমাদের জিততে হবে। দ্বিতীয়ার্ধে আমাদের আরও বেশি কিছু প্রাপ্য ছিল।”
“আমি শুনতে চাই না যে, আমরা ভালো খেলেছি। এখানে ভুলের কোনো জায়গা নেই এবং এটা আমাদের বুঝতে হবে। এইসব শীর্ষ পর্যায়ের দলের সঙ্গে আমরা লড়াই করছি; কিন্তু দিনশেষে আমি এখানে বসে বলতে চাই ‘আমরা ম্যাচটা জিতেছি।’ দলে এই উন্নতির প্রয়োজন।”
এবারের বুন্ডেসলিগায় ১৩ রাউন্ড শেষে ষষ্ঠ স্থানে নেমে যাওয়া ডর্টমুন্ড এবার চ্যাম্পিয়ন্স লিগের টেবিলেও পিছিয়ে পড়ল। ছয় ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে গতবারের রানার্সআপরা। নতুন আঙ্গিকের আসরে টেবিলের প্রথম আট দল সরাসরি উঠবে শেষ ষোলোয়, বাকি আটটি পজিশনের জন্য টেবিলের পরের ১৬টি দল লড়বে প্লে-অফে।
বাকি দুই ম্যাচে তাই যেকোনো মূল্যে জয় চাই-ই চাই শাহিনের। তবে তাদের সেই লক্ষ্যে বড় বাধা হতে পারে চোট। মৌসুমের শুরু থেকেই এই সমস্যা ভুগতে হচ্ছে তাদের। কয়েক মাসে কখনও কখনও পরিস্থিতি এমনও ছিল যে, দলটির ১০ জন খেলোয়াড় চোটে বাইরে ছিলেন।
সবশেষ এই তালিকায় যোগ হতে পারেন বার্সেলোনার বিপক্ষে অন্তিম মুহূর্তে সুযোগ হারানো নিকো শ্লটারবেক। অ্যাঙ্কেলের সমস্যায় ভুগছেন জার্মানির এই ডিফেন্ডার। আগে থেকেই মাঠের বাইরে দুই ডিফেন্ডার, সেখানে শ্লটারবেকও ছিটকে গেল দলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে বলে মনে করেন শাহিন।