ইংলিশ ফুটবল
লিভারপুলকে হারিয়ে চমক দেখানো দ্বিতীয় স্তরের ক্লাবটির বিপক্ষে ঘরের মাঠে খেলবে পেপ গুয়ার্দিওলার দল।
Published : 11 Feb 2025, 05:18 PM
এফএ কাপের পঞ্চম রাউন্ডে দ্বিতীয় স্তরের ক্লাব প্লাইমাউথকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার সিটি। লিভারপুলকে হারিয়ে চমক দেখানো দলটির বিপক্ষে ঘরের মাঠে খেলবে ইংলিশ চ্যাম্পিয়নরা।
প্রতিযোগিতাটির পঞ্চম রাউন্ডের ড্র হয় মঙ্গলবার। শিরোপাধারী ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে ফুলহ্যামের বিপক্ষে।
গত রোববার চতুর্থ রাউন্ডে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে বিস্ময় উপহার দেয় চ্যাম্পিয়নশিপের তলানির দল প্লাইমাউথ। এবার তাদের সামনে ইংলিশ ফুটবলের আরেকটি শক্তিশালী দল পেপ গুয়ার্দিওলার সিটি।
নিউক্যাসল ইউনাইটেডের প্রতিপক্ষ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। বোর্নমাউথ মুখোমুখি হবে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের।
বার্নলির বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে প্রেস্টন নর্থ এন্ড। আর অ্যাস্টন ভিলা খেলবে কার্ডিফ সিটি এবং ক্রিস্টাল প্যালেস খেলবে মিলওয়ালের বিপক্ষে। এক্সেটার সিটি কিংবা নটিংহ্যাম ফরেস্টের মাঠে খেলবে ইপ্সউইচ টাউন।
আগামী ১ ও ২ মার্চ মাঠে গড়াবে এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচ।