এশিয়ান কাপ বাছাই
২০১৯ সালে সল্টলেকে ভারতের বিপক্ষে গোল করা সাদউদ্দিন শিলংয়েও পেতে চান জালের দেখা।
Published : 07 Mar 2025, 07:49 PM
অবসর ভেঙে সুনিল ছেত্রি ফেরায় ভারত সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাসের জোয়ার। তা দেখে একদমই ভীত নয় বাংলাদেশ। ডিফেন্ডার সাদউদ্দিন যেমন সোজাসাপ্টা বলে দিলেন, চাপের কিছুই নেই। শেখ মোরসালিন প্রথমবারের মতো ভারতের বিপক্ষে খেলার অপেক্ষার দিন গুনছেন রোমাঞ্চ নিয়ে।
গত বছর জুনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া ছেত্রির অবসর ভেঙে ফেরার খবর আসে বৃহস্পতিবার। এই খবর পৌঁছেছে সৌদি আরবে নিবিড় ক্যাম্প করা বাংলাদেশের তাঁবুতেও। শুক্রবার প্রস্তুতির ফাঁকে সুনিলের ফেরা এবং ভারত ম্যাচের লক্ষ্য নিয়ে বলতে গিয়ে বিশেষ করে সাদউদ্দিনের কণ্ঠে ঝরল আত্মবিশ্বাসের স্ফুরণ।
তা ঝরারই কথা। ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ে কলকাতার সল্টলেকে ভারতের বিপক্ষে জালের দেখা পেয়েছিলেন সাদউদ্দিন। ওই ম্যাচে সুনিলকে বোতলবন্দী করে রাখার কাজটিও তিনি করেছিলেন দারুণভাবে। ১-১ ড্র হওয়া সেই ম্যাচের স্মৃতি আওড়ে সাদউদ্দিন বললেন, শিলংয়েও তিনি ডানা মেলতে চান গোলের আনন্দে।
“প্রস্তুতি… আলহামদুলিল্লাহ অনেক ভালো সবার। ভারতের বিপক্ষে ম্যাচটি আমাদের সবার জন্য অনেক রোমাঞ্চকর একটি ম্যাচ। এই ম্যাচে সব খেলোয়াড়রাই চায় অনেক ভালো ফুটবল খেলতে, ব্যক্তিগতভাবে, এমনকি দলীয়ভাবেও। সবাই চেষ্টা করবে ব্যক্তিগতভাবে ভালো পারফরম করার আর সুযোগ পেলে অবশ্যই আবার গোল করার চেষ্টা করব আমি।”
“ফুটবলে এটা (ছেত্রির ফেরা) স্বাভাবিক বিষয়। এটা আমাদের জন্য চাপের কিছুই নয়। সুনিল ছেত্রির সাথে আগেও আমরা অনেকবার ম্যাচ খেলেছি। তো ওর বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। আমাদের জন্য এটা বড় কোনো সমস্যা নয়। অবশ্যই সে অনেক ভালো খেলোয়াড়, তার সাথে খেলতে পারলে আমাদেরও অনেক ভালো হবে।”
ভারতের বিপক্ষে এখনও খেলা হয়নি মোরসালিনের। দারুণ রোমাঞ্চ নিয়ে এই তরুণ ফরোয়ার্ড দিন গুনছেন ভারত ও ছেত্রির বিপক্ষে নিজের সেরাটা নিংড়ে দিতে। লক্ষ্য নিয়ে বলতে গিয়ে তিনিও বললেন, জয় চাই।
“আলহামদুল্লিাহ, আমাদের প্রস্তুতি অনেক ভালো চলছে। ট্রেনিংও ভালো হচ্ছে। আজও অনুশীলন হয়েছে। ভারত ম্যাচের জন্য আমরা সবাই প্রস্তুত। সম্ভবত ভারতের বিপক্ষে এটা আমার প্রথম ম্যাচ হবে (যদি খেলতে পারি)। যেহেতু ম্যাচটা আমাদের জিততে হবে, কেননা, আমরা ওদের আগে অনুশীলন শুরু করেছি, সবকিছু আমাদের পক্ষে আছে, আমাদের ম্যাচটা যেভাবেই হোক জিততে হবে, এটাই লক্ষ্য।”
“সুনিলের ফেরা… আমার ব্যক্তিগত অভিমত, সে এসেছে অবশ্যই অনেক ভালো হয়েছে। সে না থাকলে বরং আমাদের কিছুটা অসম্পূর্ণ থেকে যেত। আশা করছি, ভারতের বিপক্ষে ভালো ম্যাচ হবে।”