আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকারের সঙ্গে আগামী ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছে ডাচ ক্লাবটি।
Published : 23 Feb 2025, 05:56 PM
পুরনো ঠিকানায় নতুন ভূমিকায় ফিরেছেন রবিন ফন পার্সি। খেলোয়াড়ি জীবনের শুরু ও শেষ যে ক্লাবে, সেই ফেইনুর্ডে প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন নেদারল্যান্ডসের সাবেক স্ট্রাইকার।
৪১ বছর বয়সী ফন পার্সিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা রোববার নিশ্চিত করেছে ফেইনুর্ড। তার সঙ্গে আগামী ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছে ডাচ ক্লাবটি।
ফেইনুর্ডে ক্লাব ক্যারিয়ার শুরু করেন ফন পার্সি। পরে দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন তিনি। তুরস্কের ক্লাব ফেনেরবাচ হয়ে ফেরেন তিনি শৈশবের ঠিকানায়। সেখানেই বিদায় বলেন খেলোয়াড়ি জীবনকে।
পুরোনো ক্লাবে কোচ হিসেবে ফিরতে পেরে ভীষণ খুশি ফন পার্সি। ফেইনুর্ডের ওয়েবসাইটে নিজের অনুভূতি তুলে ধরেন তিনি, “ফেইনুর্ডের সঙ্গে আমার বন্ধন কতটা স্পেশাল, এটা সবাই জানে।”
চলতি মৌসুমের শুরুতে আরেক ডাচ ক্লাব হিরেনভিনের সঙ্গে দুই বছরের চুক্তি করেন ফন পার্সি। তার কোচিংয়ে ডাচ লিগে নবম স্থানে আছে দলটি।
ডাচ লিগে এখন তৃতীয় স্থানে আছে ফেইনুর্ড। শীর্ষে থাকা আয়াক্সের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা।