ইলকাই গিন্দোয়ানের ক্লাব ছাড়ার গুঞ্জন থাকলেও বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক মনে করছেন অন্যরকম।
Published : 18 Aug 2024, 01:14 PM
দানি ওলমোর আগমণে ইলকার গিন্দোয়ানের প্রস্থানের গুঞ্জন চলছে স্প্যানিশ সংবাদমাধ্যমে। তবে সেটিকে পাত্তা দিচ্ছেন না বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিক। জয় দিয়ে লা লিগার মৌসুম শুরুর পর কোচ বললেন, গিন্দোয়ান থেকে যাবেন বলেই বিশ্বাস তার।
মৌসুম শুরুর ম্যাচে শনিবার ভালেন্সিয়ার মাঠে শনিবার পিছিয়ে পড়েও রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে ২-১ গোলের জয় পায় বার্সেলোনা। এই ম্যাচের একাদশে ছিলেন না গিন্দোয়ান।
জার্মান এই মিডফিল্ডারকে নিয়ে এমনিতেই চলছে গুঞ্জন। গত বছর বার্সেলোনায় আসা ফুটবলারের চুক্তি শেষ এই মৌসুমেই। ক্লাবের শীর্ষ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের একজন তিনি। সম্প্রতি ওলমোকে দলে যোগ করার পর নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি নতুন করে ভাবছেন বলে খবর প্রকাশিত হয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমে।
ভালেন্সিয়ার বিপক্ষে জয়ের পর ফ্লিক নিশ্চিত করলেন, গিন্দোয়ানোর এই ম্যাচে না খেলার সঙ্গে চারপাশের আলোচনার সম্পর্ক নেই। গত সোমবার অনুশীলনে ভ্রুতে আঘাত পান এই ফুটবলার। মাথাব্যথা আর অস্বস্তি থাকাতেই তাকে দলের সঙ্গে ভালেন্সিয়ায় আনা হয়নি বলে জানালেন কোচ।
গিন্দোয়ানের সঙ্গে খোলামেলা আলোচনার কথাও শোনালেন ফ্লিক। সেই আলোচনা থেকেই ভরসা পাচ্ছেন তিনি।
“তার সঙ্গে এই সপ্তাহে কথা বলেছি আমি। তাকে খুব ভালো করেই চিনি। আমাদের সম্পর্ক খুবই ভালো। সে যে ধরনের ফুটবলার এবং যে ধরনের মানুষ, আমি সেটার প্রশংসা করি।”
“আমরা সবকিছু নিয়ে কথা বলেছি। সেসব আপনাদের জানা জরুরি নয়, সেগুলো আমাদের মধ্যেই থাকবে। তবে আমার যা মনে হচ্ছে, সে অবশ্যই থেকে যাবে।”
জার্মানি জাতীয় দলের কোচের দায়িত্বে থাকার সময় গিন্দোয়ানের সঙ্গে কাজ করেছেন ফ্লিক। তাকে জাতীয় দলের অধিনায়কও করেছিলেন তিনি।
বার্সেলোনার পরের ম্যাচ ঘরের মাঠে আগামী শনিবার আথলেতিক বিলবাওয়ের সঙ্গে।