চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগে ইয়াং বয়েজের বিপক্ষে দলের সেরা ফুটবলারদের খেলাতে চান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
Published : 30 Sep 2024, 10:56 PM
হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে পথচলা শুরু করা বার্সেলোনা লা লিগায় সবশেষ ম্যাচেও পেয়েছে একই স্বাদ। ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি। ইউরোপ সেরার মঞ্চে ইয়াং বয়েজের বিপক্ষে তাই দলের সেরা ফুটবলারদের খেলাতে চান কোচ হান্সি ফ্লিক। চোট কাটিয়ে ওঠা ফ্রেঙ্কি ডি ইয়ংকে ফেরানোর সম্ভাবনার কথাও বললেন জার্মান কোচ।
ঘরের মাঠে মঙ্গলবার সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজের মুখোমুখি হবে বার্সেলোনা। দুই দলের মাঠের লড়াই শুরু বাংলাদেশ সময় রাত একটায়।
টানা জয়ে চলতি মৌসুমের শুরুটা দারুণ হয় বার্সেলোনার। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হেরে বসে তারা। ওই ধাক্কা সামলে লা লিগায় অবশ্য ছন্দেই ছিল দলটি। কিন্তু গত শনিবার সেখানেও খায় বড় ধাক্কা; তাদেরকে ৪-২ গোলে উড়িয়ে দেয় ওসাসুনা।
১০ দিনের মধ্যে দুই পরাজয়ে বার্সেলোনার আত্মবিশ্বাসে চোট লাগারই কথা। ঘুরে দাঁড়ানোর অভিযানে পরের ম্যাচে সেরা দল সাজাতে চান ফ্লিক। তাতে উল্লেখযোগ্য সংযোজন হতে পারে পাঁচ মাস ধরে মাঠের বাইরে থাকা ডি ইয়ং।
গত এপ্রিলে লা লিগায় রেয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে সবশেষ খেলেন ডি ইয়ং। ওই ম্যাচে পাওয়া অ্যাঙ্কেলের চোটে নেদারল্যান্ডসের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি এই মিডফিল্ডার। সেই চোট কাটিয়ে কয়েক সপ্তাহ ধরে বার্সেলোনার মূল দলের সঙ্গে অনুশীলণ করছেন তিনি।
চোটের কারণে প্রায় পাঁচ সপ্তাহের জন্য ছিটকে গেছেন দানি ওলমো। দলে নেই রোনাল্ড আরাউহো ও গাভিও। এই তালিকায় সবশেষ সংযোজন দলের প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। পায়ের চোটে তার পুরো মৌসুম শেষ হয়ে যাওয়ার শঙ্কা আছে।
ইয়াং বয়েজ ম্যাচে তাকিয়ে ওসাসুনার বিপক্ষে লামিনে ইয়ামাল ও রাফিনিয়াকে শুরুর একাদশে খেলায়নি বার্সেলোনা। তবে আসছে ম্যাচে সম্ভাব্য সেরা দল নিয়ে মাঠে নামার পরিকল্পনার কথা বললেন তিনি।
“ইয়াং বয়েজকে হারাতে যে দলকে সেরা মনে হবে, সেই দল নিয়েই খেলব। প্রথম ম্যাচে (মোনাকোয়) আমরা হেরেছি, হ্যাঁ। তবে আমাদের হতাশ হলে চলবে না। ওসাসুনায় হারের পর আমাদের ভারসাম্য ফিরে পেতে হবে। ম্যাচে বেশি ভুল করা যাবে না। দায়িত্ব নিতে হবে।”
ডি ইয়ংয়ের ফেরার খবরে ফ্লিকের কণ্ঠে প্রকাশ পেল উচ্ছ্বাস।
“আমাদের সতেজ খেলোয়াড় দরকার এবং ফ্রেঙ্কির ফিরে আসা দারুণ খবর। সেটা যদি ৫ বা ১০ মিনিটের জন্যও হয়। সুযোগ পেলে সে খেলবে।”
ফ্লিকের মতে, দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া ওসাসুনা ম্যাচে প্রভাব ফেলেছে। লিগে টানা সাত জয়ের পর হারের তেতো স্বাদ পেতে হয়েছে তাদের।
“জয়ের প্রশ্নে আমি আশাবাদী…আমরা ভালো ফুটবল ও বিনোদনমূলক ফুটবল খেলি। আবারও প্রতিপক্ষের সম্মান পাওয়ার জন্য, আমরা নিয়ে কঠোর পরিশ্রম করব।”
লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ৫-১ গোলে জেতা ম্যাচে লাফিয়ে বল ধরার চেষ্টায় বাজেভাবে পড়ে পায়ে মারাত্মক চোট পান টের স্টেগেন। কদিন আগে করা হয় অস্ত্রোপচার। পুরোপুরি সেরে উঠতে টের স্টেগেনের অন্তত আট মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।