ইংলিশ ফুটবল
ইংলিশ গোলরক্ষকের জন্য আর্সেনালকে ২ কোটি ৫০ লাখ পাউন্ড দিতে রাজি হয়েছে সাউথ্যাম্পটন।
Published : 29 Aug 2024, 03:29 PM
নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন অ্যারন রামসডেল। ইংলিশ গোলরক্ষককে দলে টানতে আর্সেনালের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে সাউথ্যাম্পটন।
২৬ বছর বয়সী রামসডেলের জন্য আর্সেনালকে ২ কোটি ৫০ লাখ পাউন্ড দিতে রাজি হয়েছে সাউথ্যাম্পটন।
এবারের দলবদলের সময় শেষ শুক্রবার। এর আগেই চুক্তির কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। আর্সেনালকে প্রাথমিকভাবে ১ কোটি ৮০ লাখ পাউন্ড দেবে সাউথ্যাম্পটন। সঙ্গে যোগ হতে পারে আরও ৭০ লাখ পাউন্ড।
রামসডেলকে দলে টানতে আর্সেনালের সঙ্গে আলোচনা করেছিল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সও। কিন্তু উচ্চমূল্যের কারণে পরে তারা সরে আসে সেই লড়াই থেকে।
২০২২-২৩ মৌসুমে আর্সেনালের প্রতিটি লিগ ম্যাচ খেলেছেন রামসডেল। কিন্তু গত মৌসুমে দাভিদ রায়ার কাছে একাদশে জায়গা হারান তিনি। ব্রেন্টফোর্ড থেকে রায়াকে ধারে আনে আর্সেনাল। পরে স্প্যানিশ এই গোলরক্ষককে পাকাপাকিভাবে কিনে নেয় তারা।
প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে সাউথ্যাম্পটন। তাদের পরের ম্যাচ আগামী শনিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে।