আর্জেন্টিনা দল থেকে শেষমুহূর্তে ছিটকে পড়া এই ফরোয়ার্ডকে সারিয়ে তুলতে অস্ত্রোপচার লাগবে।
Published : 20 Mar 2025, 05:35 PM
জাতীয় দল থেকে পাওলো দিবালা ছিটকে পড়ার পর তাকে ঘিরে এবার আরও বড় দু:সংবাদ মিলল। চোট থেকে সেরে উঠতে তার অস্ত্রোপচার করাতে হবে। ফলে চলতি মৌসুমে তার আর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও ব্রাজিলের আসছে দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দলে ছিলেন দিবালা। কিন্তু পরে পেশির সমস্যায় ছিটকে পড়েন তিনি।
এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত বৃহস্পতিবার নিজেই ইনস্টাগ্রামে জানান দিবালা। পরে তার ক্লাব রোমার পক্ষ থেকেও খবরটি জানানো হয়।
ক্লাব ও খেলোয়াড় দুই পক্ষের আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। আগামী কয়েক দিনের মধ্যে তার অস্ত্রোপচার করা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় কঠিন সময়ে পাশে থাকার জন্য ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দিবালা।
“পরীক্ষা-নিরীক্ষায় পাওয়া ফল এবং চিকিৎসার বিভিন্ন উপায় পর্যালোচনার পর, যত দ্রুত সম্ভব মাঠে ফেরার আশায় আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমি বেশ কিছুদিন মাঠের বাইরে থাকব, এই সময়ে আমি চ্যাম্পিয়নশিপের (সেরি আ) কঠিন ধাপে আমার রোমার সতীর্থদেরকে এবং জাতীয় দলকে সমর্থন দিয়ে যাব, একজন ভক্তের মতো। কথা দিচ্ছি শীঘ্রই আমি মাঠে ফিরব, আরও শক্তিশালী হয়ে।”