যুব হকি বিশ্বকাপ
থাইল্যান্ডকে উড়িয়ে প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলার টিকেট পেয়েছে বাংলাদেশ।
Published : 03 Dec 2024, 06:15 PM
থাইল্যান্ডকে নিয়ে স্রেফ ছেলেখেলা করল বাংলাদেশ। তাদেরকে উড়িয়ে ইতিহাস গড়ল যুবারা। অর্জন করল প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে মতো খেলার যোগ্যতা।
ওমানে অনুষ্ঠিত যুব এশিয়া কাপ এবং যুব বিশ্বকাপের বাছাইপর্বে মঙ্গলবার থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। এই জয়ে নিশ্চিত হয় আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূল পর্বে যুবাদের খেলা।
ইতিহাস গড়া এই প্রাপ্তির মঞ্চ অবশ্য তৈরি হয়েছিল বাছাইয়ের গত ম্যাচগুলোর সাফল্যে দিয়ে। স্বাগতিক ওমানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর শক্তিশালী চীনের সঙ্গে ১-১ এবং মালয়েশিয়ার বিপক্ষে ২-২ ড্র করেছিল বাংলাদেশ।
থাইল্যান্ড ম্যাচে সমীকরণ ছিল জিতলেই মূলপর্ব নিশ্চিত। দাপুটে জয়ে সে লক্ষ্য পূরণ করল বাংলাদেশ।
প্রথম কোয়ার্টারের দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। জালের দেখা পান মোহাম্মদ জয় ও আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে থাইল্যান্ড এক গোল শোধ করার পরই ব্যবধান ফের বাড়ান মোহাম্মদ আব্দুল্লাহ।
তৃতীয় কোয়ার্টারে তিন গোলে থাইল্যান্ডকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। হাসান, খান ও জয় পরাস্ত করেন প্রতিপক্ষ গোলরক্ষককে। থাইল্যান্ডের জালে সবশেষ গোলটি চতুর্থ কোয়ার্টারে করেন আব্দুল্লাহ।
ম্যাচে কখনই থাইল্যান্ড বাংলাদেশের জন্য দূর্ভাবনার কারণ হতে পারেননি। শেষের বাঁশি বাজতেই প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলার উচ্ছ্বাসে মেতে ওঠে যুবারা।