আর্সেনালের নতুন অধিনায়ক ওডেগোর

পিয়েরে-এমেরিক অবামেয়াং ক্লাব ছাড়ার পর আর্সেনালে স্থায়ী কোনো অধিনায়ক ছিল না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2022, 12:04 PM
Updated : 30 July 2022, 12:04 PM

নতুন মৌসুমের মাঠের লড়াই শুরুর আগে স্থায়ী অধিনায়কের নাম ঘোষণা করল আর্সেনাল। নরওয়ের মিডফিল্ডার মার্টিন ওডেগোরের হাতে থাকবে ক্লাবটির আর্মব্যান্ড।

প্রিমিয়ার লিগের দলটি শনিবার ওডেগোরকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করে।

২৩ বছর বয়সী ওডেগোর প্রথমবার আর্সেনালে যোগ দেন ২০২১ সালের জানুয়ারিতে। রিয়াল মাদ্রিদ থেকে তখন ধারে খেলতে এসেছিলেন। খুব দ্রুত কোচ মিকেল আর্তেতার মন জয় করেন তিনি।

পরে গত বছরের অগাস্টে তাকে সাড়ে তিন কোটি ইউরো ট্রান্সফার ফিতে পাকাপাকিভাবে দলে ভেড়ায় আর্সেনাল।

গত মৌসুমে পিয়েরে-এমেরিক অবামেয়াং ক্লাব ছাড়ার পর আর্সেনালে স্থায়ী কোনো অধিনায়ক ছিল না। অবশেষে অবামেয়াংয়ের উত্তরসূরি বেছে নিল ক্লাবটি।

আগামী শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে আর্সেনাল।