স্প্যানিশ ফুটবল
ঠাসা সূচি নিয়ে ভীষণ ক্ষুদ্ধ রেয়াল মাদ্রিদ কোচ বলেছেন, ৭২ ঘণ্টার কম বিরতিতে আর কোনো ম্যাচ খেলতে চায় না তার দল।
Published : 16 Mar 2025, 02:53 PM
খেলোয়াড়দের শরীরের উপর দিয়ে যে প্রবল চাপ যায়, সেটাকে বিবেচনায় নিয়ে অন্তত ৭২ ঘণ্টা বিশ্রাম ছাড়া আর কোনো ম্যাচ না খেলার কথা বলেছেন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
লা লিগায় শনিবার ঘুরে দাঁড়িয়ে ভিয়ারেয়ালকে ২-১ গোলে হারানোর পর এই মন্তব্য করলেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
কিলিয়ান এমবাপের জোড়া গোলে কষ্টের জয়ে আপাতত শীর্ষে উঠে এসেছে রেয়াল। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার রাতে টাইব্রেকারে আতলেতিকো মাদ্রিদকে হারানোর ৬৭ ঘণ্টা পর মাঠে নেমেছিল ইউরোপের সফলতম দলটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, এই স্বল্প বিরতি খেলোয়াড়দের জন্য মোটেও যথেষ্ট ছিল না।
“আমার ধারণা, আজকেই আমরা ৭২ ঘণ্টার কম বিরতিতে শেষ কোনো ম্যাচ খেললাম। এর পর আমরা এর চেয়ে কম বিরতিতে আর কোনো ম্যাচ খেলব না।”
“দল ক্লান্ত, তবে এটা প্রত্যাশিতই। এই জয় আমাদের স্কোয়াড এবং সম্পদ সম্পর্কে অনেক কিছু বলছে।”
রেয়াল কোচ জানান, সূচি নিয়ে লা লিগার সঙ্গে যোগাযোগ করেছে ক্লাব; কিন্তু এখনও কোনো জবাব মেলেনি।
২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রেয়াল। দুই ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বার্সেলোনা। রোববার রাতে তারা মুখোমুখি হবে তিনে থাকা আতলেতিকোর। সেই ম্যাচ নিয়ে আনচেলত্তির তুমুল আগ্রহ থাকাই স্বাভাবিক। তবে ৬৫ বছর বয়সী সেটা উড়িয়ে দিলেন।
“আজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল জয় পাওয়া। আগামীকাল আমি ওদের ম্যাচ দেখব ফুটবল ভক্ত হিসেবে। ফল কোনো ব্যাপার নয়।”