'ভালো' আছেন এফএ কাপে চোট পাওয়া সাকা

টটেনহ্যামে হটস্পারের বিপক্ষে ইংলিশ ফরোয়ার্ডের খেলার ব্যাপারে আশাবাদী আর্সেনাল কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2023, 11:47 AM
Updated : 10 Jan 2023, 11:47 AM

অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে জেতা ম্যাচে আর্সেনালকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল বুকায়ো সাকার চোট। তবে লন্ডনের ক্লাবটির কোচ মিকেল আর্তেতা আশ্বস্ত করে বললেন, ভালো আছেন  ছন্দে থাকা এই ইংলিশ ফরোয়ার্ড। 

কাসাম স্টেডিয়ামে গত সোমবারের ম্যাচে ৩-০ গোলে জেতে আর্সেনাল। শুরুর একাদশে থাকা সাকাকে দ্বিতীয়ার্ধে তুলে নেন আর্তেতা। 

নিজেদের পরবর্তী ম্যাচে আগামী রোববার নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামে হটস্পারের বিপক্ষে খেলবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আর্সেনাল। এই ম্যাচের আগে সাকার চোট চিন্তার কারণ ছিল দলটির জন্য। 

তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাকাকে নিয়ে ইতিবাচক কথা শোনান আর্তেতা। তিনি বলেন, এখন 'ভালো' আছেন ২১ বছর বয়সী এই ফুটবলার এবং আশাবাদ ব্যক্ত করেন টটেনহ্যাম ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে। 

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচ খেলে ৭টি গোল করা সাকা সতীর্থদের দিয়ে করিয়েছেন ছয় গোল।