ইংলিশ ফুটবল
সাত বছরের চুক্তিতে ইংলিশ ক্লাবটিতে নাম লেখালেন আরন আনসেলমিনো।
Published : 08 Aug 2024, 08:48 PM
বোকা জুনিয়র্স থেকে তরুণ আর্জেন্টাইন ডিফেন্ডার আরন আনসেলমিনোকে দলে টেনেছে চেলসি। ইংলিশ ক্লাবটির সঙ্গে সাত বছরের চুক্তি করেছেন তিনি।
প্রিমিয়ার লিগের দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় বিষয়টি। ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। বিবিসির খবর, অঙ্কটা ১ কোটি ৫৬ লাখ পাউন্ড।
১৯ বছর বয়সী এই ফুটবলার অবশ্য এখনই চেলসিতে যোগ দিচ্ছেন না। ২০২৪-২৫ মৌসুমে ধারে বোকা জুনিয়র্সেই থাকবেন তিনি।
গত বছর স্বদেশের এই ক্লাবের হয়ে সিনিয়র পর্যায়ে অভিষেক হয় তার। এখন পর্যন্ত তিনি খেলেছেন ১০টি ম্যাচ।
চলতি বছরের শুরুতে বোকা জুনিয়র্সের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন আনসেলমিনো।
আগামী ১৮ অগাস্ট শিরোপাধারী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করবে চেলসি।