চ্যাম্পিয়ন্স লিগ
ছয় ম্যাচের জয়খরা কাটিয়ে আসছে ম্যাচে ভালো করার আশায় আছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি।
Published : 05 Mar 2025, 09:01 AM
চলতি মৌসুমে বায়ার লেভারকুজেনের বিপক্ষে তিনবারের দেখায় মেলেনি জয়। এমনকি সবশেষ ছয়বারের মুখোমুখি লড়াইয়েও শাবি আলোন্সোর দলকে হারাতে পারেনি বায়ার্ন মিউনিখ! কয়েক মৌসুম ধরে ভীষণ কঠিন প্রতিপক্ষ হয়ে ওঠা দলটির সঙ্গে এবার লড়তে হবে চ্যাম্পিয়ন্স লিগে। পুরোনো হতাশা ভুলে আসছে ম্যাচে জয় খরা কাটানোর স্বপ্ন দেখছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি।
ব্যর্থতায় ভরা গত মৌসুম শিরোপাহীন কাটে মিউনিখের দলটির। ১১ মৌসুম পর তারা বুন্ডেসলিগার শিরোপা হারায়। আর তাদের থেকে মুকুট ছিনিয়ে নেয় লেভারকুজেন।
বায়ার্নের বিপক্ষে লেভারকুজেনের এই অজেয় যাত্রা অবশ্য চলছে তারও আগে থেকে। ২০২২-২৩ বুন্ডেসলিগায় দ্বিতীয় দেখায় ঘরের মাঠে তারা জিতেছিল ২-১ গোলে। এরপর গত আসরে প্রথম দেখায় ড্রয়ের পর দ্বিতীয় লেগে তারা বায়ার্নকে গুঁড়িয়ে দেয় ৩-০ গোলে।
চলতি মৌসুমে লিগের দুই ম্যাচেই ড্র করে দল দুটি। এই দুইয়ের মাঝে গত ডিসেম্বরে জার্মান কাপের শেষ ষোলোয় লেভারকুজেনের বিপক্ষে হেরে বিদায় নেয় বায়ার্ন।
মুখোমুখি লড়াইয়ে এত লম্বা বাজে পথচলার পর বুধবার ইউরোপ সেরার মঞ্চে লেভারকুজেনের মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন। স্বাভাবিকভাবেই তাই ঘুরেফিরে আসছে পেছনের ওই ম্যাচগুলোর কথা। মঙ্গলবার কোম্পানির সংবাদ সম্মেলনে উঠল এই প্রসঙ্গ। উত্তরে জয়ের আশাবাদ শোনালেও, প্রতিপক্ষের শক্তি সম্পর্কে তিনি যে যথেষ্ট সচেতন তার কথাতেই তা ফুটে উঠল।
“আমি কিংবা শাবি আলোন্সো, কেউই মাঠে নেমে খেলতে পারব না। দুই দলেই দারুণ সব মানসম্পন্ন খেলোয়াড় আছে, তারা মাঠে প্রভাব ফেলবে। এইসব ম্যাচের জন্য আপনি যত খুশি পরিকল্পনা সাজাতে পারেন, কিন্তু দিনশেষে কাজটা খেলোয়াড়দের করতে হবে।”
“গত তিনটি (মুখোমুখি) লড়াইয়ের গল্পই ভিন্ন ছিল। তবে প্রতিটিতেই সর্বোচ্চ পর্যায়ের লড়াই হয়েছে।”
গত ১৫ ফেব্রুয়ারি সবশেষ লড়াইয়ে পুরোটা সময় আক্রমণে একচেটিয়া আধিপত্য করে লেভারকুজেন। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। লিগের গত আসরে অপরাজিত চ্যাম্পিয়ন দলটি সব মিলিয়ে এবার অবশ্য সেরা ফর্মে নেই; টেবিলের শীর্ষে থাকা বায়ার্নের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে দুইয়ে আছে তারা।
এখানেই হয়তো আশার আলো দেখছেন কোম্পানি। আর এবারের লড়াইটা তো দুই লেগের, কোনো একটিতে একটু ঢিল দেওয়ার সুযোগও দেখছেন না তিনি।
“এই সপ্তাহে একটু কম আর আগামী সপ্তাহে একটু বেশি (তীব্রতায়), এই মনোভাবে আমরা মাঠে নামতে পারি না। আশা করি, লেভারকুজেনের মানকে নিয়ন্ত্রণ করতে আমরা দল হিসেবে একটা সমাধান বের করতে পারব, আবার কেবল দল হিসেবেই নয়, ব্যক্তিগতভাবেও আমাদের সেরাটা মেলে ধরতে হবে।”
বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে প্রথম লেগের লড়াই।