স্প্যানিশ ফুটবল
লা লিগার মাস সেরা খেলোয়াড়দের পুরস্কার জিতেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।
Published : 14 Sep 2024, 08:18 PM
চমৎকার এক মাস কাটানোর পুরস্কার পেয়েছেন রাফিনিয়া। লা লিগায় অগাস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান উইঙ্গার। মাস সেরার আরও দুটি স্বীকৃতি গেছে কাতালান ক্লাবটিতে।
স্পেনের শীর্ষ প্রতিযোগিতায় গত মাসের সেরা কোচ হয়েছেন হান্সি ফ্লিক। শাভি এর্নান্দেসকে ছাঁটাইয়ের পর জার্মান এই কোচের হাতে দায়িত্ব তুলে দেয় বার্সেলোনা। তার কোচিংয়ে দারুণ ছন্দে আছে দলটি।
লিগে এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটি জিতেছে বার্সেলোনা। ১২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নরা।
মৌসুমের শুরুতে বার্সেলোনার এই দুর্দান্ত পথচলায় বড় অবদান রেখেছেন রাফিনিয়া। গত মাসে চার ম্যাচে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করেন তিনি। তার সেরা পারফরম্যান্স ছিল মাসের শেষ ম্যাচে রেয়াল ভাইয়াদলিদকে ৭-০ গোলে হারানোর ম্যাচে। হ্যাটট্রিক করার পাশাপাশি সেদিন একটি গোলে অ্যাসিস্টও করেন তিনি।
এই পারফরম্যান্সে ২০২৪-২৫ মৌসুমের প্রথম মাসের সেরার পুরস্কারটা জিতে নিলেন রাফিনিয়া।
লা লিগায় অগাস্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। ১৭ বছর বয়সী এই উইঙ্গার লিগে চার ম্যাচ খেলে এক গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন চারটি।