ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
নিকলাস ফুলক্রুগের এলোমেলো একটি শটে হাত ভেঙে যাওয়ায় খেলাই দেখতে পারেননি জার্মানির এক দর্শক।
Published : 18 Jun 2024, 04:56 PM
টিকেট কেটে তুমুল আগ্রহ নিয়ে খেলার শুরুর আগেই হাজির স্টেডিয়ামে। ম্যাচের বাঁশি বাজার আগে প্রিয় তারকাদের অনুশীলন দেখাই লক্ষ্য। কিন্তু সেটিই কাল হয়ে দাঁড়াল কাই ফ্লাটমানের জন্য। বলের আঘাতে হাত ভেঙে ম্যাচই দেখতে পারলেন না তিনি।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় গত শুক্রবার রাতে ইউরোর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ গোলে হারায় জার্মানি। কিন্তু প্রিয় দলের গোল উৎসব দেখতেই পারেননি ফ্লাটমান। কারণ নিকলাস ফুয়েলখুগের শটের হাত ভেঙে খেলা শুরুর আগেই হাসপাতালে ছুটতে হয় ওই দর্শককে।
খেলা শুরুর নির্ধারিত সময়ের আগেই মাঠে চলে যান ফ্লাটমান। দুই দলের জাতীয় সঙ্গীতের পর বল নিয়ে গা গরমের অনুশীলন করছিলেন ফুয়েলখুগ। তখন গোলের উদ্দেশ্যে করা তার একটি লক্ষ্যভ্রষ্ট শট গিয়ে লাগে ফ্লাটমানের হাতে।
তীব্র ব্যথায় হাসপাতালে যেতে হওয়ায় মূল ম্যাচ আর দেখতে পারেননি ওই দর্শক। সামাজিক মাধ্যমে পরে হাত স্লিংয়ে ঝোলানো অবস্থায় হাসপাতালের একটি ছবি আপলোড করেন ফ্লাটমান।
“আমার আসলে বলার কিছু নেই! পাগলাটে ব্যাপার। এই দুর্ভাগ্যজনক ঘটনায় বিল্ড (জার্মান দৈনিক) খবর প্রকাশ করছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনও আমার সঙ্গে যোগাযোগ রাখছে।”
ওয়ার্ম-আপে লক্ষ্যহীন শটে ফ্লাটমানের হাত ভাঙলেও মূল ম্যাচে ভুল হয়নি ফুয়েলখুগের। জার্মানির বড় জয়ের ম্যাচে ৬৩ মিনিটে বদলি নেমে পাঁচ মিনিটের মধ্যে দলের চতুর্থ গোলটি করেন বরুশিয়া ডর্টমুন্ডের ৩১ বছর বয়সী স্ট্রাইকার।