ইস্তানবুলের সৌন্দর্য ছাড়া পর্তুগিজ মহাতারকার তুরস্কের ফুটবলে আসার কোনো কারণ দেখেন না ফেনেরবাচে কোচ জোসে মরিনিয়ো।
Published : 07 Dec 2024, 08:24 PM
চুক্তির মেয়াদের শেষ বছরে আল নাস্রে খেলছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এখনও নতুন কোনো ঘোষণা আসেনি। তাই পর্তুগিজ মহাতারকার ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে। সৌদি লিগে প্রচুর অর্থ আয় করছেন তিনি, এক হাজার গোলের লক্ষ্যের দিকেও এগিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড। এই অবস্থায় তার ঠিকানা পরিবর্তনের কোনো কারণ দেখছেন না জোসে মরিনিয়ো।
পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের ফেনেরবাচেতে আসার কোনো সম্ভাবনা আছে কিনা, এমন এক প্রশ্নের উত্তরে দলটির কোচ মরিনিয়ো বলেছেন, তার দলে আসছেন না সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। অবশ্য অভিজ্ঞ ফরোয়ার্ডকে নিজ দলে চানও না তিনি।
ইউরোপের সফলতম ক্লাবটিতেই রোনালদোর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল মরিনোয়োর। স্বদেশি খেলোয়াড়ের প্রতি মুগ্ধতার শেষ নেই পর্তুগিজ কোচের। তবে তার দলে জেকো, জেঙ্ক টোসুন ও ইউসেফ এন-নেসিরির গড়া আক্রমণভাগে পরিবর্তন আনার কোনো কারণ তিনি দেখেন না।
“(ফেনেরবাচেতে) ক্রিস্তিয়ানো রোনালদো আসবে না। প্রথম কারণ, আমার তিনজন ভালো ফরোয়ার্ড আছে এবং আরেকজন চাই না। ক্রিস্তিয়ানো সবসময় ক্রিস্তিয়ানোই থাকবে। তবে তাকে আমি চাই না। কারণ, নিজের ফরোয়ার্ডদের নিয়ে আমি খুশি।”
“সৌদি আরবে সে প্রচুর অর্থ আয় করছে এবং এক হাজার গোলের একটি লক্ষ্য তার আছে। তুরস্কে আসার জন্য ইস্তানবুলের সৌন্দর্য ছাড়া আর কী তাকে অনুপ্রাণিত করতে পারে?”
তুরস্কের সুপার লিগে ভালো অবস্থানে আছে ‘দা স্পেশাল ওয়ান’ মরিনিয়োর ফেনেরবাচে। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। তিন পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় গালাতাসারাই।
সৌদি প্রো লিগে এবার ভালো অবস্থায় নেই আল নাস্র। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। চূড়ায় থাকা আল ইত্তিহাদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে। তবে রোনালদো ছন্দেই আছেন। সবশেষ শুক্রবার রাতে আল ইত্তিহাদের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচেও দলের একমাত্র গোলটি করেন তিনি।
এবারের লিগে এখন পর্যন্ত রোনালদোর গোল ১০টি। সমান ১০টি গোল ইত্তিহাদের কারিম বেনজেমার। ১২ গোল নিয়ে শীর্ষে আল হিলালের আলেকসান্দার মিত্রোভিচ।