বেশ কয়েক দশক ধরেই মূলধারার জনপ্রিয় সংগীতের মূল ভিত্তি হল ইলেকট্রিক গিটার। আর এ আইকনিক যন্ত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে এর ‘পিকআপ’।
Published : 18 May 2024, 02:07 PM
সম্প্রতি ইলেকট্রিক গিটারে থাকা ‘পিকআপ’ প্রযুক্তির রহস্য উন্মোচন করেছেন বিজ্ঞানীরা।
বেশ কয়েক দশক ধরেই মূলধারার জনপ্রিয় সংগীতের মূল ভিত্তি হল ইলেকট্রিক গিটার। আর এ আইকনিক যন্ত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে এর ‘পিকআপ’।
গিটারের তারে বিভিন্ন কম্পনকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে পিকআপ, যার ফলে শব্দ তৈরি হয়।
ইলেকট্রিক গিটারিস্টরা দীর্ঘদিন ধরেই স্বীকার করছেন, গিটারে শব্দের গুণমান ও চরিত্র, যা ‘টিমব্রা’ নামেও পরিচিত, তার জন্য গুরুত্বপূর্ণ হল এর বিভিন্ন পিকআপ।
সম্প্রতি ইলেকট্রিক গিটার পিকআপের পদার্থবিদ্যা নিয়ে একটি গবেষণা উপস্থাপন করেছেন ‘ম্যাকগিল ইউনিভার্সিটি’র ভিজিটিং স্কলার ও জাপানি বাদ্যযন্ত্র নির্মাতা ‘ইয়ামাহা’র গবেষক তাকুতো ইউদাসাকা।
এ গবেষণার প্রেজেন্টেশনটি দেখানো হয়েছে ১৫ মে, কানাডার অন্টারিও প্রদেশের অটোয়া শহরে, যখন ‘অ্যাকোস্টিক্যাল সোসাইটি অফ আমেরিকা’ ও ‘কানাডিয়ান অ্যাকোস্টিক্যাল অ্যাসোসিয়েশন’-এর মধ্যে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল।
“ইলেকট্রিক গিটারের ক্ষেত্রে, এর পিকআপ কয়েলে বৈদ্যুতিক প্রবাহ তৈরি করে চুম্বকীয় স্ট্রিংয়ের একটি কম্পন,” বলেন ইউদাসাকা।
“এ বৈদ্যুতিক প্রবাহ খুব দুর্বল হলেও কয়েলটিকে বেশ কয়েক হাজার বার ঘুরিয়ে আমরা এমন আরও সংকেত শনাক্ত করতে পারব।”
পিকআপ কয়েলে যেভাবে আঘাত করা হয়, তা গিটারের শব্দে বড় প্রভাব ফেলে। একে বেশি ঘোরালে শব্দের মাত্রা বাড়ে, তবে অনেক বেশি ঘোরালে শব্দের স্বচ্ছতা কমে আসে। এমনকি কয়েলের মধ্যে ছোটখাট সামঞ্জস্য আনলে, এমনকি তা এক মিলিমিটারের একশ ভাগের এক ভাগ হলেও, প্রশিক্ষিত কানে সে পার্থক্য ধরা পড়ে যাবে।
এ ছাড়া, তারের ধরন ও পুরুত্ব, পিকআপ ঘোরানোর ধরন, পিক আপের আকার, আকৃতি ও এতে ব্যবহার করা চুম্বকের ধরনও গিটারের শব্দে প্রভাব ফেলতে পারে। গতানুগতিক শ্রোতাদের কাছে বিষয়টি লক্ষণীয় না হলেও ইলেকট্রিক গিটারিস্টরা এ বিষয়ে গভীরভাবে সচেতন।
এদিকে, ইলেকট্রিক গিটারে এতগুলো অপশন থাকায় নিখুঁত শব্দ খুঁজে পাওয়ার বিষয়টিও কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আর এ প্রক্রিয়ায় সহযোগিতা করার লক্ষ্য নিয়েছেন ইউদাসাকা ও তার গবেষণা দলটি।
“গবেষণায় আমরা বুঝতে পেরেছি, কীভাবে পিকআপের চৌম্বক শক্তি ইলেকট্রিক গিটারের শব্দে প্রভাব ফেলে। আর কীভাবে আমরা সেটা অনুকরণ করতে পারি,” বলেন ইউদাসাকা।
“আমাদের এ সিমুলেশনটি গিটার নকশা করার সময় কমিয়ে আনার পাশাপাশি একেবারে নতুন টিমব্রাওয়ালা ইলেকট্রিক গিটার তৈরির সম্ভাবনা দেখাচ্ছে।”
গবেষণাটি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন ইউদাসাকা ও তার সহকর্মীরা, যেখানে তারা বিভিন্ন সিমুলেশন ব্যবহার করে টিমব্রা’র ওপর পিকআপ কীভাবে প্রভাব ফেলে, সে বিষয়টি খুঁজে দেখতে চান। ইলেকট্রক গিটারের জগতে নতুন অন্তর্দৃষ্টি ও উদ্ভাবন আনার সম্ভাবনা দেখাচ্ছে এ চলমান কাজটি।
পিকআপ ও শব্দের ওপর এদের প্রভাব বুঝতে পারা, গিটারিস্ট ও পদার্থবিদ্যায় আগ্রহী উভয়ের জন্যেই অপরিহার্য।
গবেষণাটি শুধু ইলেকট্রক গিটার সম্পর্কে প্রচলিত জ্ঞানই বাড়ায় না, বরং বিশেষ ও নিজস্ব শব্দ তৈরির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় বলে প্রতিবেদনে লিখেছে নোরিজ।