নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় কনস্টেবলের মৃত্যু, সহকর্মী আহত

ওই দুজন মহাসড়কে ভিআইপি ডিউটিতে ছিলেন বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2024, 12:01 PM
Updated : 27 March 2024, 12:01 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন; আহত হয়েছেন নিহতের এক সহকর্মী।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ছনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ওসি আড়াইহাজার ওসি আহসান উল্লাহ জানান।

নিহত আব্দুল গফুরের বাড়ি জামালপুর জেলায়। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

এ ঘটনায় গফুরের আহত সহকর্মী আব্দুল মান্নান একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি আহসান উল্লাহ।

ওসি বলেন, সকাল সোয়া এগারোটার দিকে উপজেলার পাঁচরুখীতে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (জাপান ইকোনোমিক জোন) পরিদর্শনে যান ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সেসময় অর্থনৈতিক অঞ্চলটির অদূরে মহাসড়কের ছনপাড়া এলাকায় ভিআইপি ডিউটিতে ছিলেন ওই দুই পুলিশ সদস্য।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তখন সোহাগ পরিবহনের ঢাকামুখি একটি বাস ওই দুজনকে ধাক্কা দিলে তারা ছিটকে মহসড়কের উপর গিয়ে পড়েন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কনস্টেবল গফুর মারা যান।

মান্নান এখনও চিকিৎসাধীন আছেন। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানায় পুলিশ।

এ ঘটনায় বাসটিকে জব্দ করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়েছেন জানিয়ে ওসি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।