কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2022, 10:16 AM
Updated : 24 Dec 2022, 10:16 AM

কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণ গেছে। আহত হয়েছে আরও চারজন।

শনিবার সকাল ৮টার দিকে শহরের ত্রিমোহনী বাজার এলাকায় এবং ফুলবাড়ী উপজেলার গাবেরতল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান।

নিহতরা হলেন- কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের প্রতাপ গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল হান্নান (৪৫), একই উপজেলার বেলগাছা ইউনিয়নের বাণিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে পথচারী বিপ্লব মিয়া (৪০) ও শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের নুরজামাল হকের ছেলে শরিফুল ইসলাম (১৫)।

কুড়িগ্রাম সদর থানার সাব ইন্সপেক্টর জাহিদ হাসান বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের ত্রিমোহনী বাজার এলাকায় উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী অমর পরিবহন ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিশুক ও পথচারীদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মিশুক আরোহী আব্দুল হান্নান ও পথচারী বিপ্লব মিয়া মারা যান এবং আরও চারজন আহত হয়।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর জানান, আহত চারজনের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সরওয়ার পারভেজ জানান, ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গাবেরতল এলাকায় বালুবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারায়। এ সময় চাপা পড়ে চালকের সহকারী শরিফুল ইসলামের মৃত্যু হয়।