মানিকগঞ্জে স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ৭ বছর পর গ্রেপ্তার

র‌্যাব জানায়, যৌতুকের দাবি ২০০৫ সালে স্ত্রী সালমাকে পিটিয়ে হত্যা করেন লাল চাঁন।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2024, 10:19 AM
Updated : 18 March 2024, 10:19 AM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সাত বছর পর যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির এ তথ্য জানান র‌্যাব-৪, সিপিসি-৩ এর লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লাল চাঁন ওরফে রবিনের (৪২) বাড়ি উপজেলার শায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামে।

মামলার বরাতে লেফটেন্যান্ট কমান্ডার আরিফ বলেন, ২০০০ সালের জুনে লাল চাঁনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই ইউনিয়নের দক্ষিণ শাহরাইল গ্রামের সালমা আক্তারের। বিয়ের পরই লাল চাঁন নেশা ও জুয়ার সঙ্গে জড়িয়ে কর্মহীন হয়ে পড়েন।

তিনি বলেন, এরপর থেকেই সালমা আক্তার ও তার পরিবারের কাছে যৌতুক দাবি করতে থাকেন লাল চাঁন। সালমার পরিবার যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করতেন লাল। এর জেরে ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি সালমাকে পিটিয়ে হত্যা করেন লাল চাঁন।

লেফটেন্যান্ট কমান্ডার বলেন, পরদিন নিহতের মা বাদী হয়ে সিংগাইর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেশে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

সাক্ষ্য গ্রহণ শেষে ২০১৭ সালের ৩০ মার্চ আদালত লাল চাঁনের অনুপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, পরে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলা রুজুর পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামি লাল চাঁন ছদ্মনামে রবিন হয়ে দেশের বিভিন্ন এলাকায় একেক সময় একেক পেশায় নিয়োজিত ছিলেন।

গোপন খবর পেয়ে রোববার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।