কলহ: ‘চাচার দেওয়া আগুনে’ ভাতিজার মৃত্যু

এ ঘটনায় শিশুটির মাকে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2024, 09:24 AM
Updated : 7 Jan 2024, 09:24 AM

গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে সাত মাসের এক শিশুর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন শিশুটির মা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে বলে উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

নিহত আব্দুর রহিম উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামের মো. মোরাদ মোল্লা ও আসমা বেগম দম্পতির সন্তান।

এ ঘটনায় দগ্ধ আসমা বেগমকে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরাদ মোল্লা বলেন, “আমার আপন ভাই হোসাইন মোল্লা আমার স্ত্রী আসমা বেগম ও সাত মাসের ছেলে আব্দুর রহিমকে পুড়িয়ে হত্যার জন্য তাদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে আমার ছেলে দগ্ধ হয়ে মারা যায়। আর স্ত্রী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।”

রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, “পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটছে বলে আপাতত মনে হচ্ছে।মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”