নারায়ণগঞ্জে শিশু অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন

আসামি পলাতক বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2023, 01:41 PM
Updated : 2 Jan 2023, 01:41 PM

নারায়ণগঞ্জের ফতুল্লার চার বছর বয়সী শিশুকে অপহরণের মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ জানান।

সাজাপ্রাপ্ত মো. রাসেল (৩১) বরিশাল সদরের নলচর এলাকার বাসিন্দা। তিনি ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন না। তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ।

পিপি রকিবউদ্দিন আহমেদ জানান, ২০১৭ সালের ১২ অক্টোবর খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ওই শিশুকে অপহরণ করেন রাসেল ও তার সহযোগীরা। পরে মোবাইল ফোনে কল দিয়ে শিশুর পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। শিশুটির বাবা বিষয়টি ফতুল্লা মডেল থানায় জানান। পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করে।

পরে পাঁচজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা করেন ওই শিশুর বাবা।

তিন মাসের মাথায় ২০১৮ সালের ৬ জানুয়ারি ওই থানার উপ পরিদর্শক ফয়েজ আহমেদ রাসেলকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

বাদী, তদন্তকারী কর্মকর্তাসহ সাতজনের সাক্ষ্য নিয়ে রাসেলকে এ সাজা দেয় আদালত।

বাকি চার আসামি খালাস পেয়েছেন বলে জানান পিপি রকিবউদ্দিন।