গাজীপুরে পুকুরে হাত-পা ও কোমরে ইট বাঁধা নারীর লাশ

হত্যার রহস্য উদঘাটন ছাড়াও ওই নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2022, 12:21 PM
Updated : 25 July 2022, 12:21 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুকুর থেকে হাত-পা ও কোমরে ইট বাঁধা এক অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামে ওই নারীর অর্ধগলিত লাশটি পাওয়া যায় বলে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান।

মাহফুজ ইমতিয়াজ জানান, বেলা ১১টার দিকে এলাকাবাসী পুকুরে লাশটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে দুর্বৃত্তরা কোথাও হত্যা করে নারীর লাশটি ওই পুকুরে ফেলে রেখে গেছে। লাশটি পচে পানির ওপরে ভেসে ওঠে।

“হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ছাড়াও ওই নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।”