বগুড়ায় সেচ পাম্পের তারে জড়িয়ে রাখালসহ ৬ মহিষের মৃত্যু

সেচ পাম্পের জন্য বৈদ্যুতিক তার টানা বাঁশের খুঁটি মহিষের শিং বা গায়ের ধাক্কায় পড়ে গেলে মহিষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2023, 04:19 PM
Updated : 14 July 2023, 04:19 PM

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সেচ পাম্পের তারে জড়িয়ে এক রাখালের মৃত্যু হয়েছে; এতে মারা গেছে ছয়টি মহিষ।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান।

নিহত সবুজ প্রামাণিক (৪০) হিন্দুকান্দি এলাকার প্রয়াত ইফেজ আলী প্রামাণিকের ছেলে। তিনি রাখাল হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের বরাতে ওসি রাজেশ জানান, সকালে সবুজ মাঠে মহিষ চড়াতে নিয়ে যান। দুপুরে মহিষের শিং বা গায়ের ধাক্কায় বাঁশের খুঁটিসহ সেচ পাম্পের বৈদ্যুতিক তার মাটিতে পড়ে যায়। এতে ছয়টি মহিষ বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

মহিষ বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সবুজ ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সবুজের মরদেহ বাড়িতে নিয়ে গেছে তার পরিবার।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান ওসি রাজেশ।