পুকুরে মুখ ধুতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

ধারণা করা হচ্ছে, পুকুরে উপুড় হয়ে হাত-মুখ ধোয়ার সময় একজন পানিতে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে পুকুরে নামে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2024, 09:25 AM
Updated : 27 March 2024, 09:25 AM

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘরের পাশে পুকুরে মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে সকাল ৮টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের ছরআলী মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন টিটু।

মারা যাওয়া শিশুরা ওই গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে বিবি ফাতেমা বেগম (৭) ও তার ছোট ভাই আবিদ হোসেন (৪)।

পরিবারের সদস্যদের বরাতে চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন টিটু জানান, সকালে দুই ভাই-বোন দাঁত ব্রাশ ও মুখ-হাত ধুতে ঘরের পাশে পুকুরে যায়। কিন্তু অনেকক্ষণ পরও তারা ঘরে না ফেরায় খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা।

এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান টিটু বলেন, “ধারণা করা হচ্ছে, পুকুরে উপুড় হয়ে হাত-মুখ ধোয়ার সময় একজন পানিতে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে পুকুরে নামে। পরে দুইজনেই পানিতে ডুবে যায়। ”

এ বিষয়ে কবিরহাট থানার ওসি হুমায়ুন কবির জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।