গাজীপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

নতুন নির্মাণাধীন সেপটিক ট্যাংকির সেন্টারিংয়ের বাঁশ ও কাঠ খোলার কাজ করতে তারা ট্যাংকের ভেতরে গিয়েছিলেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2024, 03:32 AM
Updated : 10 Feb 2024, 03:32 AM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে; এতে আরও একজন আহত হয়েছেন।

বুধবার বিকালে উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান।

নিহতরা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে মো. শাহীন (২৬) এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাদশা মিয়ার ছেলে মাহবুব হাসান (২৪)।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, খবর পেয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে শাহীন ও মাহবুবের মরদেহ এবং আহত মহসিনকে উদ্ধার করা হয়। মহসিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা নতুন নির্মাণাধীন সেপটিক ট্যাংকির সেন্টারিংয়ের বাঁশ ও কাঠ খোলার কাজ করতে ট্যাংকের ভেতরে গিয়েছিলেন।

এ সময় সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

কালিয়াকৈর থানার ওসি মো. আকবর আলী খান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]