হবিগঞ্জে নৌ-পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যায় যুবক আটক

কথা কাটাকাটির এক পর্যায়ে পুলক হামলা চালালে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2023, 09:51 AM
Updated : 31 Jan 2023, 09:51 AM

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নৌ-পুলিশের এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবককে আটক করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার মার্কুলি বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বানিয়াচং র্সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

নিহত জাহাঙ্গীর আলম (৪১) উপজেলার মার্কুলি নৌ-পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক পুলক দাশ (২৮) নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের ক্ষীর মোহন দাশের ছেলে।

পুলিশ জানায়, রাতে মার্কুলি বাজারে একটি দোকানে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় তার সঙ্গে পুলক দাশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলক হামলা চালালে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম।

পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মধ্যরাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই পুলক দাশকে আটক করা হয়। এ ছাড়া ঘটনাস্থল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, “আটক পুলক দাশকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনি বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।”