র্যাব জানায়, একটি বেসরকারি হাসপাতাল থেকে ৭ ফেব্রুয়ারি ওই নবজাতককে চুরি করা হয়।
Published : 12 Feb 2024, 01:59 PM
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে পাঁচদিন পর উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সংবাদ সম্মেলনে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়াল গ্রামের মোল্লা পাড়ার পলিয়ারা খাতুন (২০) ও মোছা. মাফুজা (৪০)।
কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ বলেন, ৭ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে উপজেলার ‘আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল’ থেকে আরিয়ান নামে দুই দিনের নবজাতক ছেলেকে চুরি করা হয়।
এ ঘটনায় ওই শিশুর বাবা মো. দীপু মণ্ডল ০৯ ফেব্রুয়ারি মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের দৌলতপুর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।
তিনি বলেন, এরপর র্যাব শিশুটিকে উদ্ধার করতে গোয়েন্দা নজরদারি শুরু করে। প্রযুক্তি ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে রোববার রাত ৮টায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মোল্লাপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নবজাতক আরিয়ানকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং পলিয়ারা ও মাফুজা গ্রেপ্তার করা হয়।
নবজাতক আরিয়ানকে পরিবারের কাছে এবং ওই দুই নারীকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।