সেতুতে উল্টে গেল বাস, চালক-সহকারী পড়লেন নদীতে

বাসটি উল্টো পথে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়ে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2024, 08:37 AM
Updated : 24 Jan 2024, 08:37 AM

গাজীপুর নগরে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে; এতে আহত হয়েছেন অন্তত ১২ জন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কড্ডা বাজার এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তুরাগ সেতুতে এ দুর্ঘটনা ঘটে বলে বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক জানান।

আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায় নাই।

স্থানীয়দের বরাতে কোনাবাড়ি থানার ওসি মো. জিয়াউল ইসলাম বলেন, “অর্ধশতাধিক যাত্রী নিয়ে নীলফামারী থেকে ছেড়ে আসা 'আল্লাহ ভরসা' পরিবহনের একটি বাস কড্ডা সেতুতে উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় রেলিংয়ের কিছু অংশ ভেঙে গেলেও অল্পের জন্য বাসটি নিচে পড়ে যায়নি।

“বাসের চালক ও তার সহকারী লাফিয়ে নামতে গেলে সেতু থেকে নিচে তুরাগ নদীতে পড়ে যায়। পরে এলাকাবাসী নৌকা নিয়ে গিয়ে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতাল পাঠায়।”

দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট হয় বলে বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান।

বাসটি উল্টো পথে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, “চালক ও হেলপারের শারীরিক অবস্থা গুরুতর। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”